ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর: আসন্ন ঘূর্ণিঝড়ের প্রভাব বঙ্গের উপর কতটা পড়বে? কি বলছে হাওয়া অফিস

সামান্য শীত পরতে না পরতেই ফের বাতাসে ঘনীভূত হলো নিম্নচাপ। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি এ রাজ্যে পড়ার কোন  সম্ভাবনা নেই। তবে, এই ঘূর্ণিঝড়ের ফলে কমতে পারে শীত।

উত্তরকাশীতে উদ্ধারকাজে ফের বিপর্যয়! বৃষ্টি-তুষারপাতের ভ্রূকুটি!

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকদিন উঃ ও দঃ দুই বঙ্গেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দঃ বঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামিকাল উঃ বঙ্গের পাহাড়ি অঞ্চল যেমন দার্জিলিং ও কালিম্পংয়ের মাটি হালকা বৃষ্টিতে ভিজতে পারে। এছাড়া গোটা বঙ্গে আগামি ৫ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।

দঃ বঙ্গের জেলার মধ্যে রাজধানী কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজ  তিলোত্তমা নগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম ও      সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৫ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯৫ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৫০ শতাংশ। তবে মধ্যপ্রদেশের উপর যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তার প্রভাবে উঃ বঙ্গ ও দঃ বঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রবল‌ বলে জানিয়েছে হাওয়া অফিস।

দঃ বঙ্গের বাকি জেলা যেমন বাঁকুড়া ও পুরুলিয়ার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রী থেকে ১৫ ডিগ্রীর কাছাকাছি থাকবে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু একদিনের মধ্যে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী বাড়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে দক্ষিণ আন্দামানের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে আজ। যার নাম ‘মিগজাউম’। নামটি দিয়েছে মায়ানমার। আগামী ২৯ তারিখের মধ্যে এই নিম্নচাপটিও গভীর নিম্নচাপে পরিণত হবে বলে খবর। যদিও এর অভিমুখ কোনদিকে হবে, তা এখনই স্পষ্ট নয় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর