ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর: আবহাওয়ার ভোলবদল| কবে পড়বে শীত?
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিলো তা ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে রয়েছে। তবে শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ পরে গতি পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে। ধীরে ধীরে তা উত্তর পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার মিগজাউম নামের ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
গ্লোবাল এনার্জি পার্লামেণ্টের অধিবেশনে এস সোমনাথ
তবে এই ঘূর্ণিঝড় কোন পথে এগোবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এরই মধ্যে বঙ্গের আবহাওয়ার নিয়মিত ভোলবদল চলছে। কখনো গরমের অনুভূতি তো কখনো ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহেই আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে উপকূল ও তাঁর সংলগ্ন জেলাগুলিতে। কালো মেঘে ঢাকা থাকবে আকাশ। পাশাপাশি কিছু কিছু জেলায় রয়েছে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতা সহ দঃ বঙ্গের উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, ঝারগ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। পাশাপাশি আজ রাজধানী কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৯ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বোচ্চ থাকবে ৯৩ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৬৩ শতাংশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে রাতের তাপমাত্রা বাড়বে। কমবে দিনের তাপমাত্রা। আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলা গুলিতে ঠান্ডা অনুভূত হবে।
দঃ বঙ্গের পাশাপাশি আজ উঃ বঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর, মালদায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ এ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার তেমন কোন হেরফের হবে না। ইভিএম নিউজ