নিজস্ব সংবাদদাতা, মঙ্গলবার আন্তর্জাতিক শিক্ষা দিবস। চলতি বছর এই আন্তর্জাতিক শিক্ষা দিবসের পঞ্চম বছর হিসেবে পালিত হচ্ছে। চলতি বছরের থিম ‘মানুষের প্রতি বিনিয়োগ করতে শিক্ষাকে দিতে হবে অগ্রাধিকার’। ইউনেস্কো(UNESCO) -র তরফে এই দিনটিকে প্রতি বছর সমগ্র বিশ্বে শান্তি এবং উন্নতি বজায় রাখতে শিক্ষার ভূমিকার অপরিহার্যতার কথা মাথায় রেখেই উদযাপন করা হয়।
ইউনেস্কোর তরফে চলতি বছরের আন্তর্জাতিক শিক্ষা দিবসের এই পঞ্চম সংস্করণকে আফগানিস্তানের মহিলাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে । আফগানিস্তানের মহিলারা বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রাধিকারের এই যুগেও শিক্ষার অধিকার থেকে পিছিয়ে রয়েছে অনেকখানিই। আর তাঁদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইউনেস্কোর তরফে । একইসঙ্গে ইউনেস্কোর তরফে আরও জানানো হয়েছে, বিগত দিনে আফগানিস্তানের মহিলাদের শিক্ষার উপর যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে, সেই প্রেক্ষাপটে মানবিক মর্যাদা এবং শিক্ষার মৌলিক অধিকারের উপর গুরুতর হামলা হয়েছে । সেই হামলার তীব্র নিন্দাও জানানো হয়েছে সংগঠনের তরফে।
২০১৮ সালের ৩ ডিসেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদ ২৪ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপনের প্রস্তাব পাশ করে। তার ঠিক পরের বছর অর্থাৎ ২০১৯ সাল থেকে ওই দিনটিকে প্রথম আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। এই বিষয়ে সংগঠনের তরফে যুক্তি ছিল, ‘সকলের জন্য একইরকম, ন্যায়সঙ্গত এবং উপযুক্ত মানের শিক্ষা দেওয়ার জন্যই বিশ্বব্যাপী এই উদ্যোগ ।
ইউনেস্কো নিউইয়র্কের হেড কোয়ার্টারে চলতি বছরের আন্তর্জাতিক শিক্ষা দিবস সংশ্লিষ্ট অনুষ্ঠানটি পালন করা হবে আগামী ২৫ জানুয়ারি, অর্থাৎ বুধবার। এই প্রসঙ্গে জাতিসংঘের তরফে জানানো হয়েছে, এই বছরের আন্তর্জাতিক শিক্ষা দিবস হতে চলেছে গোটা বিশ্বের একটা প্ল্যাটফর্ম। যেখানে শিক্ষার অধিকারের পাশাপাশি রাজনৈতিক সংহতি বজায় রাখা থেকে জাতীয় প্রতিশ্রুতি সহ বিভিন্ন উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়গুলিকেও অগ্রাধিকার দেওয়ার বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে।
অন্যদিকে এই দিনটি আবার ঐতিহ্যশালী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৬৭ তম জন্মদিন হিসেবেও পালিত হচ্ছে। ভারতে ব্রিটিশ শাসনের যুগে গোটা দেশে শিক্ষার প্রচার ও প্রসারে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অপরিহার্য । সেই থেকে আজ পর্যন্ত শিক্ষার বিস্তারে এই বিশ্ববিদ্যালয় খ্যাতির শীর্ষে। সেই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের জন্মদিন পালনেও উৎসাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী থেকে ছাত্র সকলেই।