রাজীব ঘোষ, ১ সেপ্টেম্বর: আদানিদের বিরুদ্ধে ফের শেয়ারে কারচুপির অভিযোগ? শিল্পপতি গৌতম আদানি ও তার সংস্থার বিরুদ্ধে ফের একবার শেয়ারে কারচুপির অভিযোগ।

বেশ কিছুদিন আগেই হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট ঘিরে আদানি গোষ্ঠীর শেয়ার মার্কেটে ধস নেমেছিল। তবে সেই পরিস্থিতিকে কিছুটা সামলে উঠেছিল আদানি গোষ্ঠী। কিন্তু তারপরেই সম্প্রতি আবার একটি রিপোর্ট অনুযায়ী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারে কারচুপি করার অভিযোগ তোলা হয়েছে। অর্গানাইজড ক্রাইম এন্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCPR-এর তরফে রিপোর্টে জানানো হয়েছে, আদানি গোষ্ঠীর শেয়ারে অস্বচ্ছ উপায়ে মরিশাস থেকে কোটি কোটি টাকার বিনিয়োগ এসেছে। তাহলে কি ফের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে দেশের আর্থিক ব্যবস্থায় কারচুপির অভিযোগ উঠল?

টাটা গ্রুপের শেয়ারে লাখপতি!

আন্তর্জাতিক সংগঠন OCCRP আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অস্বচ্ছ ভাবে শেয়ার বাজারে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগের অভিযোগ করছে। এই রিপোর্টে জানানো হয়েছে, আদানি পরিবারের ঘনিষ্ঠ ও ব্যবসায়ীরাই এই লেনদেনে যুক্ত ছিলেন। ঘুরপথে টাকা বিনিয়োগ করে তাদের পরিচয় আড়াল করা হয়েছে। এর আগে Hindenburg Research রিপোর্টেও মরিশাসের ভুয়ো সংস্থার আদানির গোষ্ঠীতে বিনিয়োগের বিষয়টি উঠে এসেছিল। OCCRP-র রিপোর্টে বলা হচ্ছে, আদানি গোষ্ঠীর মোট শেয়ারের ৭৫ শতাংশের বেশি নিজের লোকেদের হাতেই রয়েছে, যা বাজার আইনের পরিপন্থী। আদানি পরিবারের টাকায় ঘুরপথে অন্যান্য সহযোগী ব্যবসায়ীদের হাত ধরে শেয়ার ঢুকেছিল কিনা তার প্রমাণ যদিও এখনও পাওয়া যায়নি। তবে তারা পরামর্শ করেই এই কাজ করেছিলেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এবং তার স্বপক্ষে প্রমাণ রয়েছে বলে জানিয়েছে ওসিসিআরপি।

তবে এই অভিযোগ ওঠার পরেই আদানি গোষ্ঠীর তরফেও বিবৃতি জারি করা হয়েছে। আদানি শিল্প গোষ্ঠী বিরোধিতা করে দাবী জানিয়েছে, এই রিপোর্ট আসলে সরোসের টাকায় গড়ে ওঠা সংস্থার স্বার্থের জন্য তৈরি করা হয়েছে। কিছু বিদেশী সংবাদমাধ্যমের সহায়তায় ভিত্তিহীন Hindenburg Research রিপোর্টকে ফের প্রচার মাধ্যমে তুলে আনার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে। পাশাপাশি আদানি গোষ্ঠী অভিযোগ করেছে, শর্ট সেলিং ফান্ড এমন খবর ছড়িয়ে স্টকের দাম কমিয়ে মুনাফা করতে চাইছে। একাধিক নিয়ন্ত্রক সংস্থা এই ধরনের সংস্থাগুলিকে তদন্তের আওতায় রেখেছে বলেও আদানি গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে। তবে শেয়ার বাজার খুলতেই বৃহস্পতিবার আদানি সংস্থার বেশ কিছু শেয়ারের পতন দেখা গিয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর