ইভিএম নিউজ ব্যুরোঃ মাতৃত্বেই নারীজীবনের পূর্ণ বিকাশ। বিশ্বসুন্দরীর মুকুট পরার আগে মঞ্চে দাঁড়িয়ে ঠিক এই কথাটা বলেই বিশ্বের হৃদয় নাড়িয়ে দিয়েছিলেন সুস্মিতা সেন। আর সেটা যে নারী-মনের সর্বজনীন বাসনা, এবার সেটাই বোঝা গেল টলিউড আর ছোটপর্দার অভিনেত্রী দোলন রায়ের মন্তব্যে। সম্প্রতি একটি বেসরকারি বিনোদন চ্যানেলের রিয়্যালিটি শো-এ মা হতে চেয়ে মনের দীর্ঘদিনের ইচ্ছেটা খুল্লমখুল্লা প্রকাশ করে দিয়েছেন, অভিনেত্রী দোলন রায়। আর সেটাও তাঁর অভিনেতা-স্বামীর সামনেই।তিরিশ বছরের সম্পর্ক। কিন্তু মনের মধ্যে রয়ে গিয়েছে এক সুপ্ত বাসনা। দোলন রায় এবং দীপঙ্কর দে। টালিগঞ্জ এর জনপ্রিয় জুটি। দীর্ঘ ১৬ বছর সহবাসের এর পর ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। তিরিশ বছরের সম্পর্কে একটাই আক্ষেপ দোলনের। মা হতে পারেননি। এক সুপ্ত ইচ্ছে কে মনের কোনে লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী। এক বাংলা রিয়্যালিটি শো তে সেটা প্রকাশ করলেন তিনি। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত একটি রিয়্যালিটি শো তে অতিথি হিসেবে এসেছিলেন দুজনে। সেখানেই সকলের সামনে ছল ছল চোখে দোলন বলেন, “আমার খুব ইচ্ছে হয় মা হতে। আমি নিজে মায়ের খুব কাছের। আমার মায়ের এখন বয়স হয়েছে। সব কিছু তো আর ভাগ করে নেওয়া যায় না। মেয়ে থাকলে বেশ বন্ধুর মতো মিশতাম। মনের সব কথা ভাগ করে নিতাম। আমি মা হলে বেশ বন্ধুর মতো হতাম।” পাশেই বসেছিলেন স্বামী দীপঙ্কর।স্ত্রীর ভেজা চোখ দেখে পরিস্থিতিতে বদল আনতে আলোচনার বিষয় পরিবর্তন করেন তিনি।