২৪

ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: ২৪-এর আগে চাকলায় মুখ্যমন্ত্রী | সুপ্রিমোর হস্তক্ষেপে মিটবে অভ্যন্তরীণ বিরোধ?

আগামী ২৮ ডিসেম্বর চাকলায় লোকনাথ ধাম মন্দিরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূলের কর্মিসভাও করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

শান্তিনিকেতনে পৌষ মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

লোকসভা ভোটকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা জেলা সফরে গোষ্ঠী-দ্বন্দ্বের বিড়ম্বনা এড়াতে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

প্রাক্তন সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর এই জেলার সংগঠন নিয়ে চিন্তায় ছিলেন তৃণমূল সুপ্রিমো। ভোটের আগে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা দলের নেতাদের নিয়ে একটি কোর কমিটিও গড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু জগদ্দলে একটি খুনের ঘটনা নিয়ে সাংসদ-বিধায়কের বিবাদ যে পর্যায়ে পৌঁছায়, তাতে চিন্তায় জেলার নেতৃত্ব।

গোষ্ঠী-দ্বন্দ্বের সমস্যা রয়েছে বসিরহাট, হাবড়া ও বনগাঁর স্থানীয় নেতাদের মধ্যেও। জেলার নেতাদের আশা, এই সফরেই জেলার এ সব সমস্যার মধ্যস্থতা করতে হস্তক্ষেপ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিং গ্রেফতার হতেই চরমে পৌঁছায় পরিস্থিতি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর