ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: ২২টি কেউটে ধরে তাক লাগিয়ে দিলেন সাপপ্রেমি
একটা দুটো নয়, একেবারে ২২টি কেউটে সাপ ধরে তাক লাগিয়ে দিলেন এক সাপ প্রেমি।
দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকায় মিনতি রুইদাস নামে এক মহিলাকে একটি সাপে কামড়ায়। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ওই মহিলা।
এরপর পরিবারের সদস্যরা দক্ষিণ বারাসাতের বাসিন্দা এক সাপ প্রেমিকে খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাটরা গ্রামের অর্জুন রুইদাসের বাড়িতে গিয়ে পৌঁছান তিনি।
এরপর সেখানে একটি গর্ত দেখতে পান। তারপর বেশ কিছুক্ষণের চেষ্টায় সেই গর্ত থেকে দু-একটা সাপ বেরিয়ে আসে। এরপর গর্তের আরও গভীরে যান তিনি। তারপর পরের দৃশ্য দেখে চক্ষু চরক গাছ।
একটা-দুটো নয়, একেবারে ২২টি সাপ তিনি দেখতে পান। এরপর তিনি জীবনকে বাজি রেখে একটা একটা করে সেই সাপ উদ্ধার করে একটি জারের মধ্যে রাখেন। এইভাবে একটা একটা করে ২২টি সাপ তিনি উদ্ধার করে নিয়ে আসেন বাড়িতে। এরপর খবর দেন তিনি বনবিভাগকে। বনকর্মীরা এসে ওই সাপগুলি উদ্ধার করে নিয়ে যায়। ইভিএম নিউজ