মাধব দেবনাথ, নদীয়া ৯ মার্চঃ মৃৎশিল্পী ছাড়াই প্রায় ২০ ফুটের গোপালের মূর্তির আরাধনা হল নদীয়ার শান্তিপুরে। এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছর তৈরি হয় বিশাল প্রতিমা, যা পূজিত হয়ে আসছে বিগত ৭ বছর ধরে। নদীয়ার শান্তিপুরের ফটক পড়া এলাকায়।পাশেই আছে শান্তিপুর চাঁদনী পাড়া, সেখানেও আরাধনা হয় বিশাল গোপালের মূর্তির। সেই প্রতিমার উচ্চতা প্রায় ১৫ ফুট। এই বিশাল গোপালের মূর্তির আরাধনা হয়ে আসছে প্রায় ৬১ বছর ধরে।স্বভাবতই নদীয়ার শান্তিপুরে দোল উৎসবকে কেন্দ্র করে এই দুই বিশাল গোপালের মূর্তি নদীয়া জেলা জুড়ে যথেষ্ট আলোচনার বিষয়।

শান্তিপুর ফটকপাড়ার বাসিন্দারা জানিয়েছেন, এলাকারই এক ব্যক্তি নিজের হাতেই এই সুবিশাল ২০ ফুটের গোপালের মূর্তি তৈরি করেন। তাকে সহযোগিতা করেন এলাকারই বেশ কিছু যুবক। এমনকি, এই বিশাল মূর্তির যে সাজসজ্জা হয়, তারা নিজের হাতেই তা তৈরি করেন। তবে এত বড় প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে বেশ কিছু ব্যবস্থা নিতে হয় তাদের।

অন্যদিকে চাঁদনি পাড়ার পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, তাদের পুজো ৬১ বছরের, কিন্তু এই সুবিশাল প্রতিমার আরাধনা করে আসছেন বিগত ৩৮ বছর ধরে। অনেকেই মানত করেন, দেন বিভিন্ন ফলের ডালি, এছাড়াও বিভিন্ন রকমের মিষ্টির ডালি সাজিয়ে দেওয়া হয় পুজোস্থানে। তবে শান্তিপুরের এই দুই বিশাল গোপালের মূর্তি দর্শন করতে ভিড় হয় অগণিত দর্শনার্থীদের।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর