ব্যুরো নিউজ, ২৮ ডিসেম্বর: ২০২৪-এ কতদিন ছুটি? তালিকা প্রকাশ করল কেন্দ্র
বছর শেষ হতে আর কটা দিনই মাত্র বাকি। তা বছর শেষে হোক বা নতুন বছর, ছুটি কাটাতে কার না ভালো লাগে? আর এবার ২০২৪-এর হলিডে লিস্ট প্রকাশ করল কেন্দ্র। এক ঝলকে দেখেনিন সেই তালিকা।
কার্নিভালে উত্তেজনা! হাতাহাতি-মারপিটে জড়ালেন প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি
আগে থেকে আগাম ছুটি জেনে রাখাত ঢের সুবিধা। চাইলে প্ল্যান করে কোথা থেকে ঘুরে আসাযায়। কিংবা ছুটির দিন গুলিকে চিহ্নিত করে সকলের সঙ্গে গেটটুগেদার করা যায়। বা চাইলেই একসঙ্গে ২-১ দিনের ছুটিকে কাজে লাগিয়ে বেড়িয়ে পরা যায় কাছেপীঠে কোথাও। ইতমধ্যেই অনেকে ভাবতে শুরু করেছে আগামী বছর কোন কোন দিন বাধ্য়তামূলক ছুটি পাওয়া যাবে? কোন কোন দিন বিকল্প ছুটির তালিকায় রয়েছে? ছুটির লিস্ট আগে থেকে জানতে পারলে তবেই তো ঘুরতে যাওয়ার প্ল্যানিং করা যাবে। নয়তো শেষ মুহূর্তে মিলবে না ট্রেনের রিজার্ভেশন, পাওয়া নাও যেতে পারে মনপসন্দ হোটেল।
২০২৪ সালের গেজেটেড ছুটির তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এই তালিকায় কেন্দ্র ১৭টি ছুটি বাধ্যতামূলক হিসেবে রেখেছে। কেন্দ্রের তরফে ১৭টি বাধ্যতামূলক ছুটি এবং ৩১টি ঐচ্ছিক ছুটি ঘোষিত হয়েছে। ঐচ্ছিক ছুটিগুলি রাজ্য এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে।
বাধ্যতামূলক ছুটির তালিকা: ১. ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস (শুক্রবার) ২. ২৫ মার্চ: হোলি ২৯ মার্চ - গুড ফ্রাইডে (শুক্রবার) ১১ এপ্রিল: ইদ-উল-ফিতর (বৃহস্পতিবার) ১৭ এপ্রিল: রাম নবমী (বুধবার) ২১ এপ্রিল: মহাবীর জয়ন্তী (রবিবার)
২৩ মে: বুদ্ধ পূর্ণিমা (বৃহস্পতিবার) ১৭ জুন: ইদ-উল-জুলহা (বকরি ইদ) সোমবার ১৭ জুলাই: মহরম (বুধবার) ১৫ আগস্ট : স্বাধীনতা দিবস (বৃহস্পতিবার) ২৬ আগস্ট: জন্মাষ্টমী (সোমবার) ১৬ সেপ্টেম্বর: মিলাদ-উন-নবী (সোমবার) ২ অক্টোবর: গান্ধী জয়ন্তী (বুধবার) ১২ অক্টোবর: দশেরা (শনিবার) ৩১ অক্টোবর: দীপাবলি (বৃহস্পতিবার) ১৫ নভেম্বর: গুরু নানক জয়ন্তী (শুক্রবার) ২৫ ডিসেম্বর: বড়দিন (বুধবার)