হ্যাকারদের নিশানায় এবার স্বয়ং তারকা অভিনেতা কমল হাসন। অভিনয়ের পাশাপাশি বেশ কিছুদিন আগে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, দক্ষিণের সুপারস্টার কমল হাসন। আবার নিজের সেই মক্কাল নিধি মাইয়াম নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর, আগামী ৩০ জানুয়ারি কংগ্রেসের সঙ্গে গাঁটছাড়া বাঁধার কথাও ঘোষণা করেছিলেন কমল। কিন্তু ভক্তকুল আর নেট দুনিয়াকে কার্যত বাকরুদ্ধ করে দিয়ে, সেই খবর প্রচার হওয়ার পরেই, কমলের নবগঠিত রাজনৈতিক দলের ওয়েবসাইটটি হ্যাক হয়ে গেছে বলে খবর পাওয়া গেল।
যদিও, দলের ওয়েবসাইট হ্যাক হওয়ার এই খবরটি অস্বীকার করেছেন, মক্কাল নিধি মাইয়ামের মুখপাত্র মুরালি আব্বাস। বরং দলের তরফে মুখপাত্র দাবি করেছেন, ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে ‘ভারত জোড়ো’ যাত্রা চালাচ্ছেন, সম্প্রতি সেই পদযাত্রা কর্মসূচিতে রাহুলের পাশে কমল হাসনকেও দেখা গেছে। সেই যাত্রায় যোগ দিয়ে, কেন্দ্রের সরকার তথা শাসক দলের বিরুদ্ধে মুখ খুলতেও শোনা গেছে, তামিল ছবির সুপারস্টার কমলকে। এমন পরিস্থিতিতে, তাঁর নিজের দলের আস্ত ওয়েবসাইটটিই হ্যাক হয়ে যাওয়ার খবরে, রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়া থেকে রাজনৈতিক মহল সর্বত্রই।
