ইভিএম নিউজ ব্যুরোঃ এবার হোয়্যাটসঅ্যাপের মাধ্যমেই খাবার অর্ডার করা যাবে। পরিষেবাটি শুরু করল ভারতীয় রেল। জানা গিয়েছে, নির্দিষ্ট কয়েকটি ট্রেন এবং যাত্রীদের ক্ষেত্রে হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে ই-কেটারিং পরিষেবা শুরু করা হবে । খাবার অর্ডারের জন্য নির্দিষ্ট নম্বরের ব্যবহার করতে পারবেন যাত্রীরা। সোমবার রেলের তরফ থেকে্ একটি বিবৃতিতে জানানো হয়েছে এই কথা। রেল সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপে যে সকল যাত্রীরা টিকিট কাটবেন পরবর্তী ধাপে খাবারের বুকিং-এর জন্য এআই চ্যাটবট অ্যাপটি ব্যবহার করতে পারবেন সেইসকল যাত্রীরা। আপাতত নির্দিষ্ট সংখ্যক কিছু ট্রেনেই মিলবে এই সুবিধা। সংশ্লিষ্ট যাত্রীর নাম, পিএনআর নম্বর ,কোন যাত্রী কোন ট্রেনে টিকিট কেটেছেন,তাদের সিট নম্বর , সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আছে এই অ্যাপটিতে। তারসাথে একেবারে নীচে পাওয়া যাবে ‘Order Food’ অপশন । ফলে যাত্রীদের এই সুবিধা অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতো ঘটনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর