ইভিএম নিউজ,২৫ ফেব্রুয়ারিঃ  ভোর হতে না হতেই হুগলি নদীতে ঘটল দুর্ঘটনা। পণ্যবাহী দুই জাহাজের সংঘর্ষে ডুবে যায় বাংলাদেশগামী একটি জাহাজ। কুলপি থানার অন্তর্গত হুগলী নদীতে ঘটে এই দুর্ঘটনা। বাংলাদেশি ওই জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে ৯ জনকে। হতাহতের কোনও খবর মেলেনি।

জালাল শেখ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘ভোর ৫টা নাগাদ নদীতে দুর্ঘটনা হয়েছে। কুয়াশার জন্য দু’টি জাহাজের মধ্যে ধাক্কা লেগেছে। একটি জাহাজ থেকে ৯ জনকে উদ্ধার করতে পেরেছি আমরা”। দুর্ঘটনার পর তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে নামেন এলাকার বাসিন্দারা।

তবে কুলপি থানার পুলিশ জানান, এই দুর্ঘটনাটি ঘটে হুগলি নদীর পয়লা নম্বর এলাকায়। শনিবার ভোর ৫-টার সময় ছাইবোঝাই পণ্যবাহী একটি জাহাজ বাংলাদেশে যাচ্ছিল। সেই মুহূর্তে অন্য দিকে থেকে আসা একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশি ওই জাহাজকে ধাক্কা মারে। আর এরপরেই আস্তে আস্তে হুগলি নদীতে ডুবতে থাকে। ওই জাহাজের মধ্যে ৯জন কর্মী ছিলেন। তাঁদের প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখাছে কুলপি থানার পুলিশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর