ইভিএম নিউজ ব্যুরোঃগরু পাচারকাণ্ডে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থা। গোয়েন্দাদের জালে ধরা পড়ে আপাতত আসানসোলের সংশোধনাগারে বন্দি রয়েছেন অন্যতম অভিযুক্ত তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ বীরভূম জেলা সভাপতি অনুব্রত  মণ্ডল। তবে বজ্র আঁটুনির মাঝে ফস্কা গেরোর সন্ধান করে চলেছে গরু আর মাদকপাচারকারীরা।পাল্লা দিয়ে নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনীও। আর সেই নজরদারি চালানোর সময়েই, দক্ষিণ দিনাজপুরের হিলি সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ল দুটি গরু সহ ১০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল। ঘটনায় গ্রেফতার হল আনন্দ বোস নামে এক ব্যক্তি। যদিও ধরা পড়ার আগে বিএসএফের জওয়ানদের চোখে ধুলো দিতে গিয়ে আহত হয় ওই পাচারকারী। ধৃতের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলির জয়ন্তীপুর এলাকায় বলে, বিএসএফ সূত্রে জানা গেছে। সোমবার ভোরে গুলিতে আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাচারচক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানতে এলাকায় তল্লাশি চালাচ্ছেন বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। বিএসএফ সূত্রে দাবি উদ্ধার হওয়া দুটি গরুর আনুমাণিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। আর উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ১৬ হাজার ৮০০ টাকা। গরু ও নিষিদ্ধ দ্রব্যগুলি মিলিয়ে প্রায় ৬১ হাজার ৮৪৬ টাকার জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর