ইভিএম নিউজ ব্যুরো, ১৩ ফ্রেব্রুয়ারিঃ আসছে বিশ্বের সবচেয়ে দামি আম। সৌজন্যে সেই মালদহ জেলা। তবে দাম শুনলে শুরুতেই আপনার রসনা হতাশ হতে বাধ্য। জেলার আমচাষীদের একটি সূত্রে জানা গিয়েছে বিদেশ থেকে আনা চারা দিয়ে তৈরি এই আমগাছে ফলন হলে, সেই আমের দাম কিনতে হবে ২ লক্ষ টাকা প্রতি কেজি দরে। সূত্রের খবর, জাপানের বহুমূল্য এই মিয়াজাকি প্রজাতির আম এবার মালদহের মাটিতেও গাছে গাছে উঁকি দেবে। আর সেই আম রফতানি হলে বাণিজ্যিকভাবেও লাভবান হবেন, জেলার আমচাষীরা। আপাতত মিয়াজাকি প্রজাতির ৫০ টি আম গাছের চারা আমদানির বরাত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এটাই প্রথম নয়। এর আগে মধ্যপ্রদেশের একদল আমচাষী এই আমের চাষ করেছিলেন। বর্তমানে শুধুমাত্র জাপান নয়, এশিয়ার একাধিক দেশে এই আম চাষ হচ্ছে। থাইল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশেও এই আমের চাষ হচ্ছে।

মিয়াজাকি আমের আকার অনেকটা বড়। রং সাধারণ আমের মত নয়। সাধারণত এই আম রঙ বেগুনি তবে পাকলে সেটি বদলে হয়ে যায় লাল জানা আমের ওজন সর্বোচ্চ ৩৫০ গ্রাম পর্যন্ত হয়।

স্বাদে, গন্ধে অতুলনীয় মালদা জেলার আমের খ্যেতি গোটা বিশ্বজুড়ে। একশোটিরও বেশি প্রজাতির আম চাষ করা হয় এই মালদা জেলায়। সুদূর জাপান থেকে আনা হয়েছে এই মিয়াজুকি আমের চারা এবং আগামী এক সপ্তাহের মধ্যেই মালদহে পৌঁছে যাবে লাখ টাকার আমের চারাগাছ। পাশাপাশি আমের চাষের সুবাদে জেলার অর্থনীতির পরিকাঠামো অনেকটাই উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। প্রধানত কৃষি দফতরের আধিকারিক ডঃ সেফাউর রহমানের উদ্যোগেই এই আম চাষের পরিকল্পপনা নেওয়া হয়। এর পাশাপাশি আগামীদিনে ফলন কিভাবে আরও বাড়ানো যায় সেইদিকেও লক্ষ রাখছে কৃষি দফতর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর