জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় হিল স্টেশন সোনমার্গে বূহস্পতিবার প্রবল তুষারপাতের খবর পাওয়া গিয়েছে।
মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনমার্গের বালটাল এলাকার কাছে তুষারপাত হয়েছে। খবরে বলা হয়েছে, এলাকায় দুটি তুষারপাতের খবর পাওয়া গিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপত্যকার উঁচু অঞ্চলে ভারী তুষারপাত কাশ্মীর জুড়ে রাতের তাপমাত্রা হিমাঙ্কের নীচে নামিয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে অ্যাভালাঁসের(তুষারধস)ছবি ভাইরাল হয়েছে।
শ্রীনগরে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও উপত্যকার প্রবেশদ্বার কাজীগুন্ডে সর্বনিম্ন ১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অনন্তনাগ জেলার পহেলগামের পর্যটন শহর, যা বার্ষিক অমরনাথ যাত্রার জন্য একটি বেস ক্যাম্প হিসাবেও কাজ করে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩ডিগ্রি সেলসিয়াস।
বারামুল্লা জেলার গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীর বর্তমানে ‘চিল্লাই কালান’-এর কবলে রয়েছে, যা ৪০ দিনের সবচেয়ে কঠোর আবহাওয়ার সময়। চিল্লাই কালান ২১ ডিসেম্বর থেকে শুরু হয় এবং ৩০ জানুয়ারি পর্যন্ত। এর পরেও ২০ দিনব্যাপী ‘চিল্লাই খুর্দ’ (ছোট ঠান্ডা) এবং ১০ দিন-ব্যাপী ‘চিল্লাই বাছা’ (শিশুর ঠান্ডা) সহ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকে।