ব্যুরো নিউজ, ৯ নভেম্বর: হাসপাতালে দালাল চক্র| রেট শুনে আঁতকে ওঠার যোগাড়
কল্যাণী হাসপাতালের ভিতরেই নাকি রমরমিয়ে চলছে দালাল চক্র। হাসপাতালের ভেতরেই একটি বেসরকারি ল্যাব সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিজেদের ব্যবসা চালাচ্ছে। এমনটাই অভিযোগ। আর এই অভিযোগ নিয়ে সরব হাসপাতালে চিকিৎসা করাতে আসা রুগী থেকে নিয়ে তাদের পরিবার ও পরিজনেরাও। চিকিৎসা করতে আসা রোগীদের অভিযোগ, কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সাধারণ মানুষকে লুঠ করা হচ্ছে।
দিনে দুপুরে উধাও সরকারি সম্পদ| তবুও চুপ প্রশাসন
হাসপাতালে কোনও রোগীকে আপদকালীন বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সেই রোগীকে দেখে প্রেসক্রিপশন দেওয়ার আগেই জোর করে কয়েকজন তাদের পাশের ঘরে নিয়ে চলে যাচ্ছেন। তারপর মোটা টাকার বিনিময়ে তাদের রক্ত থেকে শুরু করে মল-মূত্র পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। আর সেইসব পরীক্ষার হাজার হাজার টাকা জোগাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারন মানুষকে।
এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের বিরুদ্ধেই উঠছে অভিযোগ। মুনাফার লোভে হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের মদতেই এই বেআইনি কারবার চালানো হচ্ছে বলে দাবি। হাসপাতালের প্যাথোলজি ল্যাবে কোনও পরীক্ষা করানো হয় না। এদিকে হাসপাতালের ভিতরেই চলছে বেসরকারি ল্যাব। এই ঘটনা এক বছরের বেশি সময় ধরে চলছে বলে অভিযোগ। এর ফলে সাধারন মানুষকে রীতিমতো বিপাকে পরতে হচ্ছে। সম্প্রতি এই বিষয় জানাজানি হতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার রাতে কল্যাণী গয়েশপুর ফাঁড়ির পুলিশ হাসপাতালে হানা দেয়। তবে হাসপাতাল তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইভিএম নিউজ