ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর: হাসপাতালে আস্থা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রথম আস্থা সহায়তা কেন্দ্রের উদ্বোধন। এদিন মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে ফিতে কেটে উদ্বোধন করা হয় আস্থা সহায়তা কেন্দ্রের। মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার CMOH, রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান-সহ আরও অনেকেই।
ক্যান্সার চিকিৎসায় নতুন পদক্ষেপ, নতুন যন্ত্র আনা হল নারায়ণা হাসপাতালে
গঙ্গারামপুর মহকুমা মধ্যে গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসেন বহু মানুষ। কিন্তু হাসপাতালে অপারেশনের চিকিৎসা পরিষেবা নিতে এসে অনেক সময় রুগীরা হাসপাতালে অপারেশন না করিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা ও অপারেশনের পরিষেবা নিয়ে থাকেন। সাধারণ মানুষের চিকিৎসার কথা মাথায় রেখে দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য ও রুগী কল্যাণ দফতরের উদ্যোগে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আস্থা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আস্থা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও সেখানে দক্ষিণ দিনাজপুর জেলার রুগী কল্যান সমিতির চেয়ারম্যান গৌতম দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এই আস্থা সহায়তা কেন্দ্র উদ্বোধনের ফলে এক দিকে যেমন বিনা মূল্যে পরীক্ষা করাতে পারবে সাধারণ মানুষ, তেমন এই আস্থার মাধ্যমে বিনা মূল্যে বিভিন্ন অপারেশন করার সুবিধা পাবে তারা। ইভিএম নিউজ