ইভিএম নিউজ ব্যুরো, ১৩ ফ্রেব্রুয়ারিঃ বিয়ের রাতে ছিল চোখ ধাঁধানো আর নজরকাড়া সাজ। সেই রোশনাই-রাত হুলুস্থুল ফেলে দিয়েছিল নেট-পাড়ায়। কিন্তু তুলনায় হালকা আর স্নিগ্ধ সাজেও যে ফুলশয্যার সন্ধ্যায় অন্য রোশনাই ছড়ানো যায়, সেটাই প্রমাণ করলেন নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবাণী। গত ৭ ফেব্রুয়ারি বিয়ে হলেও, ব্যস্ত শিডিউলের জন্য রিসেপশনের দিন একটু পিছিয়ে দিয়েছিলেন দুই তারকা দম্পতি। অবশেষে সেই রিসেপশন হল রবিবার ছুটির দিন। আর সেই আসরে আমন্ত্রিত অতিথিদের সামনে নবদম্পতি হাজির হলেন হালকা মেকআপে। কালো স্যুটের সিদ্ধার্থের পাশে ঝলমলিয়ে রইলেন মানানসই সাদা-কালো গাউন পরিহিতা কিয়ারা। বলিউডি তারকা আর নানা মহলের হুজ হু-দের মাঝে মিষ্টি হেসে আতিথেয়তার ভার পালন করলেন দু’জনেই।
গত ৭ ফ্রেব্রুয়ারি গাঁটছড়া বাধেঁন জয়শালমীরে কিয়ারা ও সিদ্ধার্থ। বিয়ের ছবি পোস্ট হতে না হতেই ঝড় ওঠে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে রিসেপশনেও তার ব্যতিক্রম হয়নি। রিসেপশনে হাজির ছিলেন করণ জোহর, অভিশেখ বচ্চন, আলিয়া ভাট সহ বহু বলি তারকা।পাশাপাশি গ্র্যান্ড রিসেপশন পার্টিতে গোটা পরিবারের সঙ্গে একফ্রেমে ধরা দেন সিড-কিয়ারা।
গ্র্যান্ড রিসেপশন পার্টি থেকে পরিবারের সঙ্গে সিড-কিয়ারার একাধিক ছবি ইতিমধ্যেই ভাইরাল। সিদ্ধার্থের বাবা সুনীল মার্চেন্ট নেভির প্রাক্তন ক্যাপ্টেন। মা রিম্মা একজন গৃহিনী। জমজমাট সিড-কিয়ারার গ্র্যান্ড রিসেপশন পার্টি।