হাফিজকে

ব্যুরো নিউজ, ২৯ ডিসেম্বর: হাফিজকে সমর্থনের আর্জি দিল্লীর

লস্কর- ই- তৈবার অন্যতম প্রতিষ্ঠাতা ও কর্তা মহম্মদ হাফিজকে দিল্লীর হাতে সমর্পণ করার আর্জি সরকারীভাবে জানালো ভারত সরকার। পাকিস্তানের বিদেশ মন্ত্রক অবশ্য এই ব্যাপারে কোন প্রতিক্রিয়া জানায়নি। ২৬/১১ এর মুম্বাইয়ে ভয়াবহ হামলা চালানোর মূল ষড়যন্ত্রী হাফিজ সইদ। পাকিস্তানের নানা জায়গায় আত্মগোপন করে ভারত বিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসবাদী নেতা। শুধু ভারতেই নয়। বিশ্বের অন্যান্য দেশেও সন্ত্রাসবাদী হানার ছক কষেছে হাফিজ সইদ। এন আই য়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় তাঁর নাম রয়েছে। রাষ্ট্রপুঞ্জের জঙ্গিদের নামের তালিকায় প্রথমদিকে রয়েছে তাঁর নাম।

চলে গেলেন ইস্ট বেঙ্গলের প্রবীর

মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে জঙ্গি তালিকাভুক্ত করেছে ও আন্তর্জাতিক জঙ্গি বলে ব্রিটেনও তাঁর নাম তালিকাভুক্ত করেছে। মার্কিন সরকার তাঁকে গ্রেফতারের জন্য ১ কোটি ডলার পুরষ্কার ঘোষণা করেছে। এ হেন হাফিজকে বারে বারে আড়াল করে সযত্নে পাকিস্তান তার মাটিতে রেখে লালনপালন করছে বলে অভিযোগ। হাফিজ সহ বেশ কিছু জঙ্গি নেতা পাকিস্তানের নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। পাকিস্তানের আসন্ন নির্বাচনে লস্করের রাজনৈতিক উইং পাকিস্তান মরকজি মুসলিম লিগ লড়বে বলেও ঘোষণা করেছে। হাফিজের ছেলে তাহলা সইদ ২৬/১১ এর মুম্বাই হামলায় জড়িত বলে অভিযোগ। লাহোরের একটি আসন থেকে সাধারণ নির্বাচনে তাহলা লড়বে বলে জানা গিয়েছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর