ইভিএম নিউজ ব্যুরো, ২৮ মার্চঃ জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে দাঁতাল হাতির তাণ্ডব নতুন কিছু  নয়। কখনও সব্জির খেতে, বা কখনও ফলের বাগানে হাতির তাণ্ডবে নাজেহাল গ্রামবাসী । তাই  এবার হাতির হানায় জোড়া মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরে সদর ব্লকের মুড়াকাঠার জঙ্গলে । মুড়াকাঠার জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে হাতির মুখোমুখি পড়ে যান শিলা ঘোড়াই নামে বছর ৬০-এর এক বৃদ্ধা। তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।

অন্যদিকে রবিবার ভোর রাতে খড়্গপুরের খেমাশুলিতে গ্রামে ঢুকে পড়ে চার-পাঁচটি হাতির একটি দল। আর সে সময় হাতির পালের সামনে পড়ে যায় ললিতা মাহাতো নামে বছর পঞ্চাশের এক মহিলা। জানা যায়, হাতি শুড়ে তুলে আছাড় মারে ওই মহিলাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কয়েকঘন্টার ব্যবধানে জেলার দুই মহকুমায় হাতির হানায় দুটি মৃত্যুর ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে বন দফতরের আধিকারিকদের কপালে। ইতিমধ্যেই জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামে মাইকিং-এর মাধ্যমে প্রচার শুরু করেছে বন দফতরের আধিকারিকরা। কাঠ কাটতে কিংবা মহূল কুড়াতে জঙ্গলে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ দফতর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর