সংকল্প দে, ১৯ এপ্রিলঃ (Latest News) স্বাস্থ্যসাথী কার্ড করতে গিয়ে হয়রানির স্বীকার উপভোক্তারা, পথ অবরোধ করে বিক্ষোভ। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য উপভোক্তাদের হয়রানির অভিযোগ উঠল বামনগোলা ব্লক প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে । অভিযোগ, গত ১৬ তারিখ থেকে স্বাস্থ্য সাথীর কাজ শুরু হয়। কিন্তু বেশ কিছুক্ষণ কাজ করার পরে বামনগোলা ব্লকের আধিকারিকরা জানিয়ে দেন আগামী মঙ্গলবার ও বুধবার স্বাস্থ্য সাথীর কার্ড করা হবে।সেই কথা অনুযায়ী বামনগোলা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা দশটা থেকে পাকুয়াহাট কলেজ অডিটোরিয়ামে এসে উপস্থিত হয়।
সকাল থেকে পাকুয়াহাট কলেজ অডিটোরিয়াম এসে বহুক্ষণ অপেক্ষা করেও দেখা মেলেনি স্বাস্থ্য সাথী কার্ডের কর্মীদের।অফিসের বিভিন্ন কর্মীদের জিজ্ঞাসা করা হলে তারা জানিয়ে দেয় ঐদিন কোন স্বাস্থ্য সাথী কার্ড করা হবেনা। এমনকি তাদের ঐদিন ডাকা হয়নি – একথাও বলা হয় বলে অভিযোগ। অবশেষে কার্ড করতে আসা লোকজন ক্ষোভে ফেটে পড়েন। মালদা নালাগোলা রাজ্য সড়কের পাকুয়াহাট এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় ঘন্টাখানেক অবরোধ চলে।
অবশেষ খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ ও বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও ঘটনাস্থলে আসেন। প্রশাসনের আধিকারিকরা জানান যে আগামী দিনগুলিতে স্বাস্থ্য সাথী কার্ড করা হবে নিজ নিজ এলাকায়। এবং কবে কোন জায়গায় হবে তা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেন। তারপরে যান চলাচল স্বাভাবিক হয়। (EVM News)