ব্যুরো নিউজ, ১ অক্টোবর: স্বপ্নের জয়ে জয়ী ইস্টবেঙ্গল

পুজোয় ‘ও লাভলী’

ক্লিটনের জোড়া গোলে আইএসএলে প্রথম জয় লাল-হলুদের। আইএসএলের প্রথম ম্যাচ ড্র করায় দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই ক্লিটন সিলভাকে নামিয়ে দিয়েছিলেন লাল-হলুদ কোচ কুয়াদ্রাত। তিনিই জেতালেন ইস্টবেঙ্গলকে।

এদিন ম্যাচে প্রথম গোল করে হায়দরাবাদের হিতেশ শর্মা । তার দু’মিনিটের মধ্যেই সমতা ফেরান ক্লিটন। বক্সে বোরহাকে ফেলে দেওয়ায় পেনাল্টির আবেদন জানায় ইস্টবেঙ্গল। রেফারি কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই ফিরতি বলে গোল করে যান ক্লিটন।
বিরতির আগে ইস্টবেঙ্গলের ফুটবলারের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মাঠ ছাড়েন হায়দরাবাদের গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমনি।
দ্বিতীয়ার্ধে গোল না আসায় মাঝেমধ্যেই মাথা গরম করছিলেন দু’দলের ফুটবলারেরা। পরিস্থিতি সামলাতে হচ্ছিল রেফারিকে। হায়দ্রাবাদের পরিবর্ত হিসেবে নামা সিভেরিয়োর হেড একটুর জন্য গোলের বাইরে যায়। ম্যাচের শেষ দিকে চাপ বাড়ানোয় বক্সের বাইরে ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল। ডান পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করে ইস্টবেঙ্গলকে জিতিয়ে দেন ক্লিটন। ইভিএম নিউজ            

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর