ইভিএম নিউজ ব্যুরো, ১৪ ফ্রেব্রুয়ারিঃ নাসা আয়োজিত স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২ প্রতিযোগিতায় এবার বিশ্ব চ্যাম্পিয়ানের খেতাব অর্জন করে নিল বাংলাদেশের কুমিল্লার ‘টিম ডায়মন্ডস’। ‘ মোস্ট ইন্সপিরেশনাল’ শ্রেণিতে ‘টিম ডায়মন্ডস’। তারা হলেন টিসা খন্দকার, মুনিম আহমেদ, ইঞ্জামামুল হোক সনেট ,আবু নিয়াজ ও জারিন চৌধুরী ।আর তাদের মেন্টর হিসাবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক খালিদ সোহেল।
‘টিম ডায়মন্ডস’এর তৈরি ইন্টারেক্টিভ লার্নিং গেম সাধারণত বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। যার মাধ্যমে বাচ্চারা নক্ষত্রগুলির প্যাটার্ন, রঙের পরিবর্তন, উজ্জ্বলতা, ভরের পরিবর্তন ইত্যাদি করতে পারবে।
এ বছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২ প্রতিযোগিতায় সারা বিশ্বে মোট ১৬২ টি দেশে ২৮১৪ টি টিম অংশগ্রহণ করে । এর মধ্যে গ্লোবাল ফাইনালিস্টে জায়গা করে নেয় মোট ৩৫ টি টিম।
প্রতিবছরের মতো এইবছরও বাংলাদেশ বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস)
দেশের বিভিন্ন শহরে প্রতিযোগিতার আয়োজন করেছিল। বাংলাদেশের মোট ৯ টি শহরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। ১২০ টি প্রকল্পের মধ্যে মোট ১৮ টি প্রকল্পকে নাসার জন্য বাংলাদেশ থেকে মনোনীত করেছিল বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস)
এই প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ প্রচেস্থায় আমারা এই চ্যাম্পিয়ানশিপ অর্জন করেছি।