ইভিএম নিউজ  ব্যুরো, ২০ মার্চঃ পড়ুয়াদের স্কুল ড্রেস সরবরাহকে নিয়েও কাটমানির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শনিবার বিজেপি নেতার  টুইট,”সেলফ হেল্প গ্রুপ (এসএইচজি) সদস্যরা গত বছরের সেলাই কাজের জন্য সম্পূর্ণ অর্থ পায়নি। এখন যদি তারা পরিমাপ করে  স্ট্যান্ডার্ড আকারের ইউনিফর্ম ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করেন এবং তা মানানসই না হয়, তাহলে তাঁদের দায়ী করা হবে।আমি এসএইচজি বোনদের অনুরোধ করছি এই ধরনের আদেশ অনুসরণ করার আগে বিচক্ষণতা প্রয়োগ করতে।”

শুভেন্দুর অভিযোগ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলোর ছাত্রছাত্রীদের জন্য পোশাক রাজ্যের যে মা-বোনদের দিয়ে তৈরি করিয়েছেন তাঁদের কাছ থেকেও কাটমানি তোলা হয়েছে। সেলফ হেল্প গ্রুপকে দিয়ে এই কাজ করানোর নামে মানুষের চোখে ধুলো দেওয়া হয়েছে মাত্র, আসলে আগে থেকেই নির্ধারিত খুব খারাপ মানের কাপড় তাঁদেরকে সরবরাহ করা হয়েছে।

অতীতে বহুবার পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস-যোজনার উপভক্তাদের কাছ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খেত্রে  বিভিন্ন রকমের সুবিধা পাইয়ে দেওয়ার মাধ্যমে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে এবার বিরোধী দলনেতার করা এই  অভিযোগ পঞ্চায়েত ভোটের আগে সামনে আসা বিভিন্ন দুর্নীতিতে নতুন মাত্রা যোগ করলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর