ইভিএম নিউজ ব্যুরো, ২০ মার্চঃ সম্প্রতি বাঁকুড়ার লালবাজার বাগদীপাড়া ইন্দ্রা প্রাথমিক বিদ্যালয় ও লালবাজার প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ হয়ে গিয়েছে পড়ুয়াদের মিড ডে মিল পরিসেবা। স্কুলগুলি থেকে পাওয়া সূত্রে জানা গিয়েছে, একসময় এই দুটি স্কুলেই পড়ুয়ার সংখ্যা ছিল ৬০-এর উপরে। আর উক্ত সংখ্যক পড়ুয়ার মিড ডে মিল রান্নার জন্য নিযুক্ত ছিলেন স্কুল পিছু দুজন করে সদস্যা। দুটি স্কুলের জন্যই পৃথক পৃথক ভাবে নিযুক্ত থাকা গোষ্ঠীর দুজন করে সদস্যার জন্য সরকারীভাবে বরাদ্দ ছিল গোষ্ঠী প্রতি মাসিক ১৫০০ টাকা।
সম্প্রতি দুটি স্কুলেই পড়ুয়ার সংখ্যা অস্বাভাবিক হারে কমে যায়। লালবাজার বাগদীপাড়া ইন্দ্রা প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৯ জন পড়ুয়া ও লালবাজার প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫ জনে। পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে দুটি স্কুলেই বরাদ্দ রাঁধুনির সংখ্যা দুই থেকে কমিয়ে করে দেওয়া হয় এক। ফলে গোষ্ঠী প্রতি মাসিক বরাদ্দ ১৫০০ টাকাই ভাগ করে নিচ্ছিলেন রান্নার কাজে যুক্ত দু’জন সদস্যা । মাসিক ওই সামান্য টাকায় গোষ্ঠীর রাঁধুনিরা রান্না করতে অস্বীকার করায় গত এক মাস ধরে রান্না বন্ধ রয়েছে ওই দুটি স্কুলে ।
একমাসেরও বেশি সময় ধরে স্কুলে এসেও খাবার পাচ্ছে না স্কুলের শিশু পড়ুয়ারা। রাঁধুনিদের জন্য বরাদ্দ টাকা কমিয়ে দেওয়ার প্রতিবাদে আজ স্কুলগুলিতে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা । অতীতে সরবরাহ করা মিড ডে মিলের খাবারের মান নিয়েও অভিযোগ তুলেছেন তাঁরা । দুটি স্কুলেরই শিক্ষকদের সাফাই, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সব পক্ষকে নিয়ে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের পথ খুঁজে বার করা হবে।