অরূপ পাল, ইভিএম নিউজ ২৭ ফেব্রুয়ারিঃ ২০০২ সালের ১৩ই জুলাই। লর্ডসের মাঠে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে যেন ফিরে এসেছিল ১৯৮৩ তে ভারতের বিশ্বজয়ের ছবি। আর ন্যাটওয়েস্ট ট্রফির সেই ফাইনালের পর ভারতীয় ক্রিকেট পেল চিরকালীন এক আইকনিক ছবি। সৌরভ গাঙ্গুলী জয়ের আনন্দে নিজের গায়ের জামা খুলে ওড়াচ্ছেন। লর্ডসের মাঠে ব্রিটিশদের দুমড়ে মুচড়ে দেওয়ার আনন্দ মিশে গেল সেই ছবিতে। সমালোচনা হয়েছিল অনেক। কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতিবাদী চরিত্র বেহালার দাদা তাঁর অননুকরণীয় ভঙ্গিতে সেসব সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। নিজের ক্রিকেট কেরিয়ারেও বারে বারে সৌরভ কে দেখা গেছে অবিচারের প্রতিবাদ করতে। যার জন্য বিশ্ব ক্রিকেটের আরেক আইকন গ্রেগ চ্যাপেল এর চক্ষুশূল ছিলেন তিনি।
সেই সৌরভের বায়োপিক তৈরি হবে এবার। প্রথমে শোনা গিয়েছিল, রণবীর সিং সৌরভের ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু এখন জানা যাচ্ছে সেটা সত্যি নয়।
রনবীরের চোখে সৌরভের প্রিয় মুহূর্ত লর্ডসে জামা ওড়ানো। সেইসময় রনবীরের বয়স ছিল কুড়ি। আর সেই ইডেনেই খেলতে নামার স্বপ্ন পূরন হল তাঁর। তার ওপর উপরি পাওনা সৌরভের বোলিংয়ে ব্যাট করার অভিজ্ঞতা, সত্যিই অভূতপূর্ব। রবিবারে একটি ইভেন্টে রণবীর কাপুর ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর প্রচারে কলকাতায় পা রাখেন।
সেই ইভেন্টে রণবীর বলেন, ‘দাদার বায়োপিকে অভিনয়ের প্রস্তাব আসেনি। আমি কিশোরকুমারের বায়োপিকে কাজ করছি। আমার মনে হয় দাদা কেবল ভারতের লিভিং লেজেন্ড নন। তিনি গোটা পৃথিবীর কাছেই তাই। আর তাই দাদার বায়োপিক ভীষণই স্পেশাল হবে’।
অপরদিকে রণবীরের প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘রণবীরকে আমার বায়োপিকের জন্য প্রথম পছন্দ হলেও রণবীর আমার বায়োপিকে কাজ করছে না। রনবীর ভালো অভিনেতা। তাঁর পরিবারে অভিনয়ের ঘরাণা রয়েছে। আমি ওর প্রায় প্রতিটি ছবিই দেখেছি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ও দেখেছি। তার আগে যে ছবিটি দার্জিলিংয়ে শ্যুটিং হয়েছিল ‘বরফি’ দেখেছিলাম। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘এ জওয়ানি হে দিওয়ানি’ ছবিটি দেখেছিলাম। তবে রণবীরের নতুন বায়োপিক কিশোর কুমারের ওপর সেই ছবিটাও হিট করবে আশা করি’।
ফুটবল নিয়েও এদিন আলাপচারিতায় মেতে ওঠেন রণবীর। বলেন, এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি প্লে অফে রয়েছে। আমরা লিগ শিল্ড জিতেছি। ফাইনালে দেখা হলে অবশ্যই দাদাকে অভিনন্দন জানাবো’।
রবিবার ইডেন গার্ডেন্সে উপস্থিত বলিউড তারকা একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেন। তাঁর বিপরীতে ছিলেন সৌরভ গাঙ্গুলি। এই দুজন অধিনায়কত্ব করলেন দুটি দলের। ‘Dada’s Jhooti eleven’ এবং ‘Ranbir’ Makkar eleven’ এই দুই দলের ক্রিকেট ম্যাচ দেখতে উন্মাদনা ছিল যথেষ্ট। ইডেনে উপস্থিত ছিলেন লাভ প্রোডাকশনের প্রতিনিধিরাও। এই প্রোডাকশন হাউস-ই ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক’ও প্রোডিউস করছে। ইডেন ছেড়ে বেরনোর সময় রণবীরকে দেখতে অত্যুৎসাহীদের উৎসাহ পাগলামিতে পরিণত হয়েছিল।