ইভিএম নিউজ ব্যুরো, ১১ ফ্রেব্রুয়ারিঃরাশিফল নিয়ে আমাদের মধ্যে কমবেশি অনেকেরই আগ্রহ রয়েছে। কোনো রাশির স্থান পরিবর্তনে মানবজীবনে তার কতটা প্রভাব পরে, যে বিষয়ে জানতে আমরা অনেকই রাশিফলের সাহায্য নিয়ে থাকি। তাই কয়েকটি রাশির প্রভাব এবং ফলাফল সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরছি। ফলে পরিবর্তন হবে আপনাদের দৈনন্দিন জীবন ও বৃদ্ধি পাবে অর্থ প্রবাহ।
সূর্যকে গ্রহের রাজা বলা হয়। যখনই তার রাজকীয় আড়ম্বরের সঙ্গে ট্রানজিট হয় তখন অনেক রাশির ভাগ্য হঠাৎই জেগে ওঠে। অন্যদিকে, বৃহস্পতি গ্রহকে দেবতাদের শিক্ষক বলা হয়। এই উভয় উপকারী গ্রহ ২২ এপ্রিল ২০২৩ সালে মেষ রাশিতে একত্রিত হয়ে একটি জোট গঠন করতে চলেছে। ফলে ১২ বছর পর দুজনের এই মহা কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। যার প্রভাবে ৫টি রাশির জাতক-জাতিকার জীবনে অর্থ ও সম্পদের প্রবাহ প্রবাহ বৃদ্ধি পেতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশি কোনগুলি।
প্রথমেই চলে আসি মিথুন রাশি, সূর্য এবং বৃহস্পতির এই সংমিশ্রণে সকল মিথুন রাশির জাতক-জাতিকারা জীবনে অনেক সুসংবাদ শুনতে পাবেন। কর্মজীবনে উন্নতির ফলে আপনরা আরও ভাল বেতনে যোগ দিতে পারবেন। সাথে পরিবারে সুখ ও স্ত্রীর পূর্ণ সমর্থন পাবেন।
দ্বিতীয়টি হল মেশ, এই রাশির জাতক- জাতিকারা তাদের কাজ এবং আচরণের জন্য প্রশংসিত হবেন। সমাজে তাদের সম্মান বাড়বে। আয়ের নতুন উৎস গড়ে উঠবে এবং কর্মক্ষেত্রে সবাই আপনার আচরণের প্রশংসা করবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা হতে হলেও সমাধানের জন্য রাস্তাও বের করতে পারবেন।
পরেরটি হল ধনু ,এই রাশির জাতক জাতিকারা বাড়িতে নতুন গাড়ি আসার সম্ভাবনা থাকবে সাথে একটি নতুন সম্পত্তি কেনারও যোগ রয়েছে তাদের। পরিবারে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে বলে জানা যাচ্ছে।
পরেরটি হল তুলা,এইসকল জাতক-জাতিকারা আদালতের পুরনো মামলায় স্বস্তি পেতে পারেন। আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।এছাড়াও নতুন কোনও কাজে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন এইসকল জাতক জাতিকারা। হঠাৎ করে কাউকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ারও সম্ভাবনা রয়েছে ফলে, আর্থিক বৃদ্ধি হবে বলে জানা যাচ্ছে।
আর সবশেষে আসি সিংহ, সূর্য ও বৃহস্পতির সংমিশ্রণের কারণে এই সকল জাতক জাতিকারা পড়াশোনা বা চাকরির জন্য বিদেশ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। পরিবারের বড়দের স্বাস্থ্য ভালো থাকবে এবং শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবেন এইসকল জাতকজাতিরা। এছাড়াও সমাজে আপনার আধিপত্য বাড়বে ও রাজনৈতিক ক্ষেত্রে নিয়োজিত ব্যক্তিরা নতুন কোনও দায়িত্ব পেতে পারেন বলে জানা যাচ্ছে।