ইভিএম নিউজ ব্যুরোঃপ্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে মুম্বইতে রাস্তা নামকরণের জন্য মহারাষ্ট্র সরকারের কাছে আর্জি জানালো  লতা মঙ্গেশকরের পরিবার। মুম্বই বাণিজ্য নগরীতে  যানজট সমস্যা দূর করতে ইতিমধ্যেই একটি বড়  নির্মীয়মাণ সড়ক প্রকল্প রয়েছে। যার নাম ‘কোস্টাল রোড’।এই রাস্তাটিই নাম করণ  লাতা মঙ্গেশকরের নামে করার জন্য আজ মহারাষ্ট্র সরকারের কাছে অনুরধ জানান তাঁর পরিবার।

মুম্বইয়ের হাজিআলিতে প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের একটি স্মৃতিসৌধ উদ্বোধন অনুষ্ঠানে তাঁর পরিবারের তরফে মহারাষ্ট্র সরকারের কাছে তাঁর নামে রাস্তা নামকরণের আর্জি জানানো হয়।

উল্লেখ,গত বছর ৬ ফ্রেব্রুয়ারী ঠিক এমন দিনে আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন বর্ষীয়ান শিল্পী লতা মঙ্গেশকর।মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।আজ লতা মঙ্গেশকরের নামাঙ্কিত স্মৃতিসৌধ উদ্বোধন অনুষ্ঠানে তাঁর ভাইপো আদিনাথ মঙ্গেশকার সাংবাদিকদের জানান, যদি রাস্তাটির নাম লতা মঙ্গেশকারের নামে রাখা হয় তাহলে তাঁর পরিবার মহারাষ্ট্র সরকারের কাছে কৃতজ্ঞ থাকবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর