সংকল্প দে, ১৭ এপ্রিলঃ (Latest News) সিপিআইএমে বড়োসড়ো ভাঙন। পঞ্চায়েত ভোটের আগে উত্তর চব্বিশ পরগণার শাসনে সিপিআইএম শিবিরে এই ভাঙন ধরাল শাসক দল তৃণমূল কংগ্রেস। এক সময় সিপিএমের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল শাসনের কীর্তিপুর ১-নং গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি এলাকা। রবিবার হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজী নুরুল ইসলাম ও বারাসাত দু’নম্বর ব্লকের ব্লক সভাপতি সন্তু ঘোষের হাত ধরে দলীয় পতাকা হাতে নিয়ে সিপিএম নেতা মোহাম্মদ ইসরাইল সহ প্রায় ৭০০ জন কর্মীকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে দেখা গেল। এর ফলে একদিকে যেমন সিপিআইএমের শক্তি ক্ষয় হলো অন্যদিকে দুর্নীতির আবহে কিছুটা হলেও অক্সিজেন পেল শাসকদল।
অন্যদিকে সিপিআইএমের দাবী, শাসনে তাদের যেমন কোন শক্তি নেই, তেমনই এতো সংখ্যক কর্মীও নেই। শাসক দল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটের আগে শুধু মাত্র সস্তার প্রচার পাওয়ার জন্য তৃণমূল কর্মীদেরই সিপিআইএমের কর্মী সাজিয়ে তাদের দলে অন্তর্ভুক্তি করিয়েছে।
সিপিআইএমের আরও দাবী, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা দীর্ঘদিন ধরে মানুষকে সন্ত্রাস করে, ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর চেষ্টা করে যাচ্ছেন। (EVM News)