শুনতে

ব্যুরো নিউজ, ২৭ জানুয়ারি: সিঙ্গেল বেঞ্চ শুনতে পারবে না প্রাথমিকের ৫৮ হাজার শিক্ষক নিয়োগ মামলা: সুপ্রিম কোর্ট 

বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছেন, প্রাথমিকে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনও মামলা শুনতে পারবে না কলকাতা হাইকোর্টের সিঙ্গল বিচারপতির বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘বিতর্কিত’ নিয়োগের প্রশ্ন তুলে গত ৩ জানুয়ারি নামের প্যানেল প্রকাশ করার নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয় ডিভিশন বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেও চলছে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত ওই মামলা। সুপ্রিম কোর্টের অন্তবর্তীকালীন নির্দেশের ফলে আপাতত ওই দুই বিচারপতির সিঙ্গল বেঞ্চ এ ধরনের মামলা শুনতে পারবে না। মার্চ মাসে ফের শীর্ষ আদালতে ওই মামলার শুনানি হবে।

পদ্মশ্রী পেলেন ভাওয়াইয়া শিল্পী গীতা রায় বর্মন

২০১৪ সালে টেট পরীক্ষা আয়োজিত হয়। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিতে যোগ দেন প্রায় ৪২ হাজার শিক্ষক। কিন্তু সেই সময়ে এঁদের অনেকেই ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন না। যদিও পরবর্তীকালে প্রশিক্ষণ নিয়ে নেন অনেকেই। চাকরি না পাওয়াদের একাংশ অভিযোগ করেন, ২০১৪ সালের টেট ভুল। একইভাবে ২০২০ সালেরও নিয়োগ প্রক্রিয়ায় সাড়ে ১৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়ার বিষয়টিকে নিয়ে মামলা করা হয়। ২০১৪ সালের টেট পাশ প্রার্থীদের নিয়ে ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। গত ১০ জানুয়ারি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশের বিষয়টিতে স্থগিতাদেশ দেয়। কিন্তু মামলার শুনানি সিঙ্গল বেঞ্চেই পাঠানো হয়। তাই নামের প্যানেল প্রকাশ ও ফের সিঙ্গল বেঞ্চে মামলা ফেরত পাঠানো, হাইকোর্টের দুই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন চাকরিরতদের একাংশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইঞার বেঞ্চে ছিল ওই মামলার শুনানি। ইভিএম নিউজ   

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর