সঙ্কল্প দে, ১৩ এপ্রিলঃ (Latest News) সিকিমে তুষারপাত, সমতলে বইছে লু, আবহাওয়ার খামখেয়ালীপনা। রাজ্যের সমতল জায়গাগুলিতে তাপমাত্রা যখন ক্রমশই ঊর্ধ্বমুখী, তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতির। ঠিক সেই সময়তেই সিকিমের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তুষারপাত। যদিও আনন্দে আত্মহারা পর্যটক মহল। বিশেষ করে বিদেশি পর্যটকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উন্মাদনা।
এদিকে তুষারপাতের খবর শোনার পর থেকে অনেকেই পাড়ি দিতে শুরু করেছেন সিকিমে। আর তাই পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হোটেলগুলির। এতে অবশ্য বেশ খুশিই হয়েছেন সেখানকার হোটেল মালিকরা। সকাল হতেই বরফ দেখতে রাস্তায় বেরিয়ে পড়ছেন পর্যটকরা। তুষারপাতের ফলে আবারও শীতের আমেজ ফিরে এসেছে সিকিমে । ভরা চৈত্রেও ঠান্ডা উপভোগ করছেন সিকিমবাসীরাও।
এদিকে উত্তরবঙ্গ লাগোয় শহর শিলিগুড়ি সহ আরো অন্যান্য জায়গায় বাড়ছে তাপমাত্রা। ৩৪ থেকে ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে এই জায়গাগুলির তাপমাত্রা । গরমে হাঁসফাঁস করা অবস্থা তৈরির কারণে ইতিমধ্যেই প্রশাসনের তরফে স্কুলগুলিতে ছুটির সময় এগিয়ে আনা হয়েছে। প্রখর রোদের হাত থেকে বাঁচতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। নিয়মিত ছাতার ব্যবহার, পর্যাপ্ত পরিমানে জল পান করা, কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়া, সুতির জামা পরিধান করা ইত্যাদি বেশ কিছু পরামর্শ দিয়েছেন তাঁরা।
অন্যদিকে চিড়িয়াখানায় পশুপাখিদের এই গরমের হাত থেকে বাঁচাতেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। কিন্তু সিকিমের ক্ষেত্রে প্রকৃতি আচার-আচরণ একেবারেই ভিন্ন। সমতলের বাসিন্দাদের অভিযোগ, প্রকৃতি দেবতা যেন সমস্ত ভালবাসা উগরে দিচ্ছেন কেবল মাত্র সিকিমবাসীকেই। (EVM News)