ইভিএম নিউজ ব্যুরো, ১৫ মার্চঃ চাকরি ছেড়ে লক্ষ্মীলাভ  এক দম্পতির। দিনে আয়  ১২ লক্ষ টাকা! শুনে অবাক হচ্ছেন তো? তেমনই খোঁজ মিলল বেঙ্গালুরুর এক দম্পতির।ওই উদ্যোগপতিদের নাম শিখর বীর সিং এবং নিধি সিং।  তবে  জানেন কি কীসের ব্যবসা করে এত টাকা আয় করছে ওই দম্পতি? সেটা হল আমাদের সকলের প্রিয় ‘সামোসা’। আর বাংলাতে যাকে বলে শিঙ্গারা।

সম্প্রতি একটি ভারতীয় বিনোদন চ্যানেলে একটি নতুন রিয়্যালিটি শো বেশ জনপ্রিয় হয়েছে । যেখানে বিভিন্ন প্রান্তের উদ্যোগপতিরা  অংশগ্রহণ করেন। তারা নিজেদের ব্যবসা শুরুর কাহিনী বলেন। ঠিক তেমন ভাবেই অংশগ্রহণ করেন  ওই দম্পতি।  ২০১৬ সালে বেঙ্গালুরুতে নিজেদের সঞ্চয় দিয়েই শুরু করেন নতুন ব্যবসা। যার পোশাকি নাম দেন ‘সামোসা সিং’। সেই শুরু হয় তাঁদের শিঙাড়া বিক্রি।  তবে এই ব্যবসা রমরমিয়ে চললেও প্রথম দিনে এতটা সহজ ছিলনা। শোনা গিয়েছে ব্যবসার জন্য তারা তাদের একমাত্র সম্বল বাড়িটিই ৮০ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছিলেন। পরে বেঙ্গালুরুতে একটা জায়গায়ও কেনেন। এবং সেখান থেকেই শুরু  করেন “সামোসা কিং’-এর যাত্রা। বর্তমানে ওই দম্পতির  বাৎসরিক আয় ৪৫ কোটি টাকা এবং দৈনন্দিন আয় প্রায় ১২ লক্ষ টাকা।  শহরে  সবমিলিয়ে প্রতি দিন মোট ৩০ হাজারের বেশি সামোসা বিক্রি হয় ওই দম্পতির।  বর্তমানে মোট ৮ টি শহরে ছড়িয়েছে তাদের ব্যবসা।  নেট দুনিয়ায় ভাইরাল  হয়ে বেজায় খুশি ওই দম্পতি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর