ইভিএম নিউজ, ২৮ ফেব্রুয়ারিঃ সামনেই আসছে গ্রীষ্মের ছুটি। আর এই গ্রীষ্মের ছুটি মানেই পর্যটকদের ঢল দেখা যাবে দার্জিলিঙে। তাই পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ ৪টি নতুন জয়রাইড চলাচলের সিদ্ধান্ত নিল দার্জিলিং হিমালয়ান কর্তৃপক্ষ। এই বিশেষ জয়রাইড ট্রেন উত্তরকন্যার বক্ষে চলবে ১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত। দার্জিলিং ও ঘুমের মধ্যে এই ডিজেল ইঞ্জিন চালিত টয় ট্রেন জয়রাইড চলবে। তবে জেনে নেওয়া যাক কি কি পরিষেবা থাকছে এই জয়রাইডে।

৫২৫৯৪, ৫২৫৯৬, ৫২৫৪৪, ৫২৫৯৮ এই বিশেষ চার জয়ররাইডে থাকছে ৩ টি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার। দুটি কোচে ৩০ টি আসন রয়েছে এবং একটি কোচে ২৯টি। ডিজেলের এই বিশেষ জয়রাইডটি প্রথমে দার্জিলিং থেকে যাত্রী নিয়ে ছুটবে ৯টা ২০ মিনিটে এবং ঘুম স্টেশনে পৌঁছাবে ১০ টা ৫ মিনিটে। অন্যদিকে ট্রেনটি  ঘুম থেকে ফের ছুটবে  ১০টা ২৫ মিনিটে এবং দার্জিলিং পৌঁছাবে ১০ টা ৫৫ মিনিটে।

এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য আধিকারিক সব্যসাচী দে জানান, “পর্যটকদের চাহিদা মেটাতে রেল সবসময় তৎপর। তাই আমরা ৪টি বাড়তি টয় ট্রেন জয়রাইড চালাচ্ছি। তবে নিউজলপাইগুড়ি থেকে এসি স্পেশাল টয় ট্রেনে যাত্রী না হওয়ায় তা বাতিল করে দেওয়া হলো। আমরা চাই প্রতিটি পর্যটক যাতে টয় ট্রেন চড়ার স্বাদ পায়। তাই জয়রাইড বাড়ানো হয়েছে”।

সম্প্রতি যাত্রী সংখ্যা কম হওয়ায় নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিঙয়ের মধ্যে যাতায়াতকারী এসি স্পেশাল হেরিটেজ টয় ট্রেন  আগামী ১ মার্চ থেকে ২  জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে। আর তাই এই চার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর