ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: সাব মার্শালের জল ফেলার গর্তে ডুবে মৃত আড়াই বছরের শিশু
বাড়ির সাব মার্শালের জল ফেলার গর্তে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশু পুত্রের। এই মর্মান্তিক ঘটনাটির সাক্ষী রইলো পুরাতন মালদা ব্লকের ছোট কাদিরপুর এলাকা। পরিবার সূত্রে জানা গেছে, মৃত শিশুর নাম শিবরাজ মন্ডল। তার বয়স আড়াই বছর। তার বাবা দীপক মন্ডল পেশায় একজন মধু ব্যবসায়ী। তার বাড়ি পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের ছোট কাদিরপুর গ্রামে। দীপক বাবুর দুই কন্যা সন্তানের পরে এই পুত্র সন্তানটির জন্ম হয়।
রেল লাইনের পাশে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল চারটে নাগাদ বাড়ির পেছনে থাকা সাব মার্শালের জল ফেলার গর্তে পড়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে অচৈতন্য অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অবশেষে মৃত শিশুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলে আসে পরিবারের লোকজন।
পরবর্তীতে মালদা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে শিশুটির মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাতে নেমে এসেছে শোকের ছায়া। ইভিএম নিউজ