ইভিএম নিউজ ব্যুরো, ১৪ মার্চঃ ২০০২-এর গুজরাট দাঙ্গার স্মৃতি এখনও টাটকা। যে দাঙ্গায় অভিজগের আঙুল উঠে ছিল  নরেন্দ্র মোদির দিকেও। সেই গুজরাটই এবার ধর্মীয় সম্প্রীতির নজির গড়ল।  গুজরাটের  সেই  বেনজির দাঙ্গায় নাম জড়িয়েছিল রাজ্যের শিল্প-বাণিজ্যের পীঠস্থান বরোদারে । সোমবার সেই বরোদার সামিয়ালা গ্রামের বাসিন্দারাই  তারইসঙ্গে একসাথে মিলেমিশে থাকার নয়া অভিনব নজির গড়েছেন।

একটি বিয়েবাড়ি অনুষ্ঠানে বাজি ফাটানোকে কেন্দ্র করে গ্রামে দু’দলের মধ্যে  কথা কাটাকাটি, হাতাহাতি পর্যন্ত পৌঁছে গিয়েছিল । তবে সেই ঘটনা খুব বড় কোনও আকার নেওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে  ৩৭ জনকে গ্রেফতার করে গুজরাট পুলিশ।

সেই বিবাদে অভিযুক্তরা  জামিন পেল । সোমবারই ধৃতদের জামিন দিয়েছে গুজরাত পুলিশ।  তবে সেই জামিনে ছিলনা কোনও আইনজীবী, সমস্ত আইনকাননও হয়নি আদালতে বসে।  পুলিশের পদস্থ কর্তাদের উপস্থিতিতে ‘সমঝোতা’ বৈঠকের আয়োজন করা হয়েছিল  ওই গ্রামেই।  যেখানে ধৃতের ৩৭ জনের মধ্যে ২২ জন ছিল হিন্দু এবং ১৫ জন ছিল মুসলমান সম্প্রদায়ের।

দুই সম্প্রদায়ের সংঘর্ষের দুই দিন পর চারটি গাড়িতে আগুন লাগানো হয়েছিল বলে জানা গিয়েছে।  তবে সোমবার থেকে আগের  অবস্থায় ফিরে আসে সেই গ্রাম ।

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর