দুর্নীতি

ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর: সমবায় সমিতির আর্থিক দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারে CBI

মহিলা ঋণদান সমবায় সমিতির আর্থিক দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারে সিবিআই। মঙ্গলবার বিকেলে ৬ সিবিআই আধিকারিক এই মামলার পিটিশন দাখিল করা কল্পনা দাস সরকারের বাড়িতে যান। তার কাছ থেকে মহিলা ঋনদান সমবায় সমিতির পাশ বই-সহ বিভিন্ন নথি সংগ্রহ করেন।

এদিন সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে আলিপুরদুয়ার থানা থেকে দুই মহিলা পুলিশও ছিলেন। সিবিআই আধিকারিকরা প্রিন্টার মেশিন এনে সিজার লিস্ট প্রিন্ট করে কল্পনাদেবীকে দিয়ে যান।

ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে টাকা জালিয়াতি!

এই বিষয়ে কল্পনা দাস সরকার জানিয়েছেন, “আমার কাছে যা নথি ছিল তা তাঁরা সংগ্রহ করে নিয়ে গেছেন। আমাকে সিজার লিস্ট দিয়ে গেছেন। সিবিআই-ইডি তদন্তে আমি খুশি। আমরা যাতে টাকা ফেরৎ পাই তার ব্যবস্থা করতে হবে”। এদিন সিবি আই কর্তারা অবশ্য এই তদন্ত নিয়ে কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত, গত তিন বছর ধরে মহিলা ঋণদান সমবায় সমিতির আর্থিক দুর্নীতির তদন্তভার ছিল সিআইডির ওপঅপ গত মাসে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চ এই মামলার তদন্তভার দেয় সিবিআই ও ইডিকে।ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর