অরূপ পাল,১৪ ই ফেব্রুয়ারীঃ সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে দিল্লির সঙ্গে দুই দুই গোলে খেলা শেষ করেছে বাংলা। আর দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও বাংলা এক দুই গোলে হেরেছে সার্ভিসেসের বিরুদ্ধে। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে সবচেয়ে বেশি বার সন্তোষ ট্রফি জয়ী বাংলার। বুধবার তৃতীয় ম্যাচে বাংলার প্রতিপক্ষ মনিপুর। গত বারের চ্যাম্পিয়ন মনিপুর দুই ম্যাচে সংগ্রহ করেছে তিন পয়েন্ট। তাই দুদলের কাছেই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলা দলের কাছে। কারন মনিপুর ম্যাচে পয়েন্ট নষ্ট করলে শেষ চারে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে বিশ্বজিৎ ভট্টাচার্যর দলের। তাই মরন বাঁচান ম্যাচে বাংলা কোচ জয় ছাড়া অন্য কিছু ভাবতে রাজি নন। আর এই ম্যাচে জিততে পারলে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন বাংলার ফুটবলাররা। গত বছর এই মনিপুরের কাছে ফাইনালে হেরেছিল বাংলা। আর এবার জয় পেলে গত বছরের বদলা নেওয়ার পাশাপাশি এবার শেষ চারে ওঠার দৌড়ে টিকে থাকবে সবচেয়ে বেশি বার সন্তোষ ট্রফি জয়ী বাংলা। মনিপুরের বিরুদ্ধে জয় পেতে বাংলা শিবির তাকিয়ে রয়েছেন অধিনায়ক নরহরি শ্রেষ্ঠর দিকে। প্রথম দুটি ম্যাচে তিন টি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে রয়েছেন বাংলা অধিনায়ক। এখন দেখার মনিপুরের বিরুদ্ধে অধিনায়ক নরহরি গোল করে বাংলা কে লড়াইয়ে ফিরিয়ে আনতে পারেন কিনা।
