অরূপ পাল, ১৩ ফ্রেব্রুয়ারিঃ সন্তোষ ট্রফির সেমিফাইনালে ওঠা কার্যত অনিশ্চিত হয়ে গেলো বাংলা দলের। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে ২-২ গোলে ড্র আর তারপর সোমবার দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও সার্ভিসেসের বিরুদ্ধে ১-২ এ হার। অসংখ্য গোলের সুযোগ নষ্ট করাই কাল হয়ে দাঁড়ালো বাংলা দলের কাছে । আজ ভুবনেশ্বরের ক্যাপিটাল এরিনা স্টেডিয়ামে প্রথমে গোল করে এগিয়ে যায় সন্তোষ ট্রফিতে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হওয়া বাংলা দল। ম্যাচের চৌদ্দ মিনিটে বাংলা অধিনায়ক নরহরি শ্রেষ্ঠ গোল করে এগিয়ে দেন বাংলাকে। ম্যাচের একচল্লিশ মিনিটের মাথায় ডিফেন্সের ভুলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে সার্ভিসেসের ক্রিস্টোফার ক্যামি।এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে দুদলকেই আক্রমণ ও প্রতি-আক্রমন করতে দেখা গেলেও শেষমেশ অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিতে হল বাংলাকে।বাংলার ডিফেন্সের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের বিরাশি মিনিটের মাথায় গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন সার্ভিসেসের বিকাশ থাপা। দুই ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করে শেষ চারে ওঠার দৌড়ে বেশ খানিকটা সুবিধাজনক জায়গায় রয়েছে সার্ভিসেস। সম সংখ্যক ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনালে ওঠা কার্যত অনিশ্চিত হয়ে পড়ল বাংলার কাছে। বাকি তিনটি ম্যাচে জয় পেলেই শেষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে বাংলার ।
অঙ্কের বিচারে সুযোগ থাকলেও,পরিস্থিতি যে বেশ কঠিন তা বলা বাহুল্য।কেবল তিনটি ম্যাচে জয় পেলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপরেও। আগামী বুধবার বাংলার তৃতীয় ম্যাচ। আপাতত তৃতীয় ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে চান বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। জাতীয় গেমসে বাংলা সহজেই সার্ভিসেস কে হারিয়েছিল। কিন্তু সন্তোষ ট্রফির ম্যাচে বাংলা কে হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শেষ চারে ওঠার দৌড়েও টিকে থাকল সার্ভিসেস। তৃতীয় ম্যাচে বাংলা জয়ের সরণিতে ফিরতে পারবে কিনা লক্ষ্য সেই দিকেই।