ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর: সন্তোষপুরে চুরির ঘটনায় ধৃত ১

সার্ভে পার্ক থানা এলাকায় ২৫ তারিখ একটি এফ আই আর দায়ের হয়, এফআইআর করেন ৬৫ বছর বয়সী নিউ সন্তোষপুরের বাসিন্দা লক্ষ্মী রানী নস্কর।

কলকাতায় পৌঁছালো পাকিস্তান ক্রিকেট টিম

ওই অভিযোগে বলা হয় ২৪ তারিখে এক দুষ্কৃতী লক্ষ্মীদেবীর গলার চেন, এক জোড়া সোনার কানের ও আংটি সুবোধ পার্ক থেকে চুরি করে। তারপরই ঘটনার তদন্ত শুরু করে সার্ভে পার্ক থানার পুলিশ।

ঘটনায় একজন অভিযুক্ত ভোলা মন্ডলকে গ্রেফতার করা হয়। পরে গোয়েন্দা বিভাগের অ্যান্টি স্ন্যাচিং স্কোয়াড মামলার আরও তদন্ত শুরু করে। ধৃত ভোলা যে জায়গায় চুরি করা জিনিসগুলি লুকিয়ে রেখেছিল সেখান থেকে ছিনতাই করা সমস্ত অলঙ্কার উদ্ধার করা হয়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর