ইভিএম নিউজ ব্যুরো, ১৭ মার্চঃ সন্তান জন্ম দিয়েই গলা টিপে খুন আর তারপরেই শিশুটিকে জঙ্গলে ফেলে দিল মা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়ি থানার অন্তর্গত স্টেশন পারা এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই সন্তান জন্ম দিয়েছিল ওই মহিলা।
শুক্রবার সকালে রাস্তায় রক্ত পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেই ঘটনার পুরো বিষয়টা জানা যায়। খবর দেওয়া হয় নকশালবাড়ি থানায়। পুলিশ এসে মৃত শিশুটির দেহ জঙ্গল থেকে উদ্ধার করে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় অভিযুক্ত আফসানা খাতুনের(৩৪) । এরপর থেকে স্টেশন পাড়ায় পিঙ্কি দাস নামে এক মহিলার বাড়িতেই থাকত আফসানা। পরিচারিকার কাজ করেই নিজের সংসার চালাতো। এক বছর আগেই অন্তঃসত্ত্বা হয় আফসানা। তবে তা টের পাননি প্রতিবেশীরা।
ইতিমধ্যেই আফসানা খাতুনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে চিকিৎসার জন্য নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে চলছে ঘটনার তদন্ত।