সংকটজনক

ব্যুরো নিউজ, ২৯ জানুয়ারি: সংকটজনক অতীন ঘোষের মায়ের অবস্থা

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের মায়ের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন আরজিকর হাসপাতালের চিকিৎসকেরা। জানা গিয়েছে, গত শনিবার সন্ধ্যা নাগাদ তিনি অগ্নিদগ্ধ হন। সন্ধ্যা বেলায় ঠাকুর ঘরে পুজো করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উঃ কলকাতার নলিনী সরকার স্ট্রীটের বাসিন্দা গীতা দেবীর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। জানা যায়, ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে গিয়ে আগুন লাগে তাঁর শাড়িতে।

মেডিক্যালে ভর্তির দুর্নীতির সমস্ত মামলা সুপ্রিম কোর্টের হাতে

পুলিশ সূত্রে খবর, প্রদীপ দেশলাই কাঠি দিয়ে জ্বালানোর সময় ওই কাঠিতে আগুন নেভেনি, বুঝতে না পেরে ফেলে দেন। সেই দেশলাই কাঠির আগুন শাড়িতে ছড়িয়ে পরে। জানা যায়, শাড়িতে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পরার সময় তিনি তা বুঝতে পারেননি। সেই সময় ঠাকুর ঘরে তিনি একা ছিলেন বলে কেউ তা লক্ষ করতে পারেননি। চোখের পলকে সেই আগুন ছড়িয়ে যায় তাঁর শাড়িতে। তাঁর আর্তনাদে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে দেখে সবটাই তাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। কোনোক্রমে আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সুত্রের খবর, গীতা দেবীর শরীরের ৬০ শতাংশরও বেশি অংশ পুড়ে গিয়েছে। একেই অতিরিক্ত বয়স, তার উপর শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়া, সব মিলিয়ে তাঁর পরিস্থিতির কতটা উন্নতি হবে তা এখন বড় প্রশ্ন চিহ্নের মুখে। তবে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর