ব্যুরো নিউজ, ১ সেপ্টেম্বর: শৈল শহরে রাখি উৎসব। শৈল শহরে মহা ধুমধামের মধ্যে সঙ্গে পালিত হল রাখি বন্ধন উৎসব। এই বছর ৩০ ও ৩১শে আগস্ট দু’দিন ধরে পালিত হলো রাখি।

রাখিতেও রাজনীতির ছোঁয়া!

দার্জিলিংয়ের শাখা প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রাজযোগ কেন্দ্রের উদ্যোগে স্থানীয় কেন্দ্রে বৃহস্পতিবার এই উৎসব পালিত হয়। বহু মানুষ এই উৎসবে যোগ দেন। শুরুতেই বিশিষ্ট ব্যক্তিদের নেপালি পরম্পরায় অতিথিদের খাদা পড়িয়ে তাদের বরণ করে নেয় প্রজাপতি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রাজযোগ কেন্দ্রের বোনেরা। এই কেন্দ্রের রোহিত ভাই রাখি বন্ধন উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করেন উপস্থিত স্রোতা মন্ডলীর সামনে। উপস্থিত ছিলেন মহারানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি উমা ছেত্রী, কেবি যোগী প্রাক্তন প্রশাসনিক শিক্ষাবিদ, বিখ্যাত সংগীতকার ও গায়ক শ্রী পূরণ দাজু। রাখি বন্ধন উৎসবের তাৎপর্য ও কিভাবে রাখি বন্ধন উৎসব প্রথম পালিত হয়েছিল সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন শ্রীমতি উমার ছেত্রী। প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ভাই শ্রী রাজ রসাইলি সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন।

রাখি বন্ধন উৎসব হল একটি মহাপবিত্র ও সুন্দর সংহতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের দ্বারা ভাই-বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ় শক্তিশালী ও পুনরুজ্জীবিত করে তোলে। এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানবজাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে। রাখিবন্ধন অনুষ্ঠানে ভাইদের পাশাপাশি বোনরা নতুন পোশাক পরিধান করে এবং মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে ভাইদের হাতে পবিত্র সুতো বা রাখি বেঁধে দেয়। পরিবর্তে ভাইরা বোনদেরকে উপহার দিয়ে থাকে।
রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয়।

রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ভারতের একটি সুপ্রচলিত পবিত্র উৎসব। প্রধানত এই দিনে ভাই-বোনের সম্পর্ক আজীবন রক্ষা করার উদ্দেশ্যে দাদা বা ভাইয়ের ডান হাতের কব্জিতে দিদি বা বোনেরা পবিত্র সুতো বেঁধে দেয়। এর মাধ্যমে দিদি বা বোনেরা, দাদা বা ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে। হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। রাখিবন্ধন উৎসবটি ভারতবর্ষের সকল জাতি ও বর্ণের মানুষরা পালন করে থাকে; তবে হিন্দু, মুসলমান, শিখ, জৈন ও বৌদ্ধ ধর্মের মানুষদের মধ্যেই বেশী প্রচলিত। তবে বর্তমানে এদেশের পাশাপাশি বিদেশেও এই উৎসব খ্যাতি অর্জন করেছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর