ইভিএম নিউজ ব্যুরো, ২৮ ফেব্রুয়ারিঃ এখনই শুধরে যান। নইলে পালাতে পারবেন না। নিজের জেলায় দাঁড়িয়ে নিশীথ অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে, স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ’র উদ্দেশ্যে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন, বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। গত ১৮ ই ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ অধিকারীর কনভয়ে হামলা আর বোমাবাজির অভিযোগ উঠেছিল, একদল তৃণমূল কর্মীসমর্থকের বিরুদ্ধে। ঘটনায় রাজনীতির পারদ উঠেছিল উচ্চগ্রামে। বিষয়টিকে নিশীথ অধিকারী প্ররোচনা হিসেবে প্রচার করতে চেয়েছিলেন, তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও ঘটনায় জড়িত সন্দেহে বিজেপি নেতাকর্মীদেরই গ্রেফতার করার অভিযোগ উঠেছে, পুলিশের বিরুদ্ধে। শনিবার সেই ঘটনার পর রাতেই দিনহাটার বুড়িরহাট এলাকায় একাধিক বিজেপি নেতাকর্মী বাড়িতে ভাঙচুর হামলা আর অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিষয়টিকে যে সহজে ছেড়ে দেওয়া হবে না, গত রবিবার থেকেই তার ইঙ্গিত দিয়েছিলেন, বিজেপি রাজ্য সভাপতি সহ শীর্ষনেতারা। শনিবার সকালে সেই চরা সুর ধরে রেখেই, কোচবিহারে হাজির হলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। মঙ্গলবার সকালে দিনহাটায় পা রেখে, সেদিনের ঘটনায় আক্রান্ত বিজেপিকর্মীদের সঙ্গে দেখা করার পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলা হল, আর যারা হামলা শিকার হলেন, উল্টে তাঁদেরকেই গ্রেফতার করল রাজ্যের পুলিশ। এখনও সময় আছে, শুধরে যান। না হলে এমন ব্যবস্থা করব, যে পালাবার সময় পাবেন না। এখানেই শেষ নয়। রীতিমত ভবিষ্যৎবাণী সুরে সুকান্ত এদিন স্থানীয় তৃণমূল বিধায়কের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনই এখানে ভোট হলে ৫০ হাজার ভোটে হেরে যাবেন উদয়ন গুহ।
এদিন, সাহেবগঞ্জে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় ঘুরে দেখার পর বামনহাট-২ নম্বর গ্রামপঞ্চায়েতের দক্ষিণ কালমাটিগ্রামে গিয়ে, বিজেপির আক্রান্ত মণ্ডল সহসভাপতি কৃষ্ণকান্ত বর্মণের বাড়িতে যান। আক্রান্ত ঐ বিজেপি নেতার পাশে থাকারও আশ্বাস দেন সুকান্ত মজুমদার।