হাড় কাঁপানো শীতের ইনিংস আপাতত ইতি টানলো জানালো আলিপুর আবহাওয়া দফতর। পৌষ সংক্রান্তিতে হাড়কাঁপানো শীতের সম্ভাবনা খারিজ করে দিলো । বঙ্গে আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। ১৫ ডিগ্রির কাছাকছি পারদ ঘোরাঘুরি করবে।বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি রয়েছে। তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কলকাতার পাশাপাশি বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় পারদ সামান্য ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে বলে জানা গিয়েছে।
