হাত

ব্যুরো নিউজ, ১৬ ডিসেম্বর: শীতকালে হাত ও পায়ের যত্ন কীভাবে নেবেন? রইলো বিউটি টিপস

শীতকালে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত ও পায়ের যত্ন নেওয়া সব থেকে জরুরি হয়ে ওঠে। আসুন এইবার জেনে নিই শীতকালে হাত ও পায়ের যত্ন কীভাবে নেওয়া যেতে পারে:
শীতকালে সবজি কাটতে গিয়ে দেখা যায় আঙ্গুলের ডগা ও নখ কালো হয়ে যাচ্ছে অথবা ফেটে যাচ্ছে। ঘরোয়া টোটকায় সহজ পদ্ধতিতে এইভাবে পরিষ্কার ও ঝকঝকে রাখুন আপনার নখ। টুথপেস্ট নিয়ে ব্রাশে করে নখে ভালো করে ঘষুন। দেখবেন আপনার নখ ও আঙুলের ডগা একেবারে ঝকঝকে হয়ে গেছে।

মাহিকে বিরল সম্মান প্রদান ভারতীয় ক্রিকেট বোর্ডের

শীতকালে পা ফাটাও একটা বড় সমস্যা। দেখা গিয়েছে তেল বোরোলিন মশ্চারাইজার লাগালেও সহজে তা নরম হয় না। এর কারণ আমরা প্রথমে পায়ের ডেড সেলগুলো পরিষ্কার করিনা। তাই পা ফাটা সহজে সারে না। পাতিলেবু ও চিনি একসাথে নিয়ে পায়ের পাতা ও গোড়ালি ভালো করে ঘষুন। কিছুক্ষণ ঘষার পর গরম জলে ধুয়ে নিন এরপর বোরোলিন বা মশ্চারাইজার বা তেল যেটা আপনি ব্যবহার করতে চান তা লাগান।

দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার পা ঝকঝকে ও সুন্দর হয়ে উঠেছে।
আরও এই ধরনের বিউটি টিপস পেতে চোখ রাখুন ইভিএম নিউজ এর পেইজে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর