ইভিএম নিউজ ব্যুরো, ২০ এপ্রিলঃ জঙ্গল থেকে সটাণ কালীপূজোর মণ্ডপে ঢূকে পড়ল দাঁতাল! কেস্টপুরে প্রবল আতঙ্ক।আতঙ্কে পূজো ছেড়ে শুরু দৌড়াদৌড়ি।

ফের শিলিগুরিতে হাতির তান্ডবে নাজেহাল এলাকাবাসি।বুধবার রাতে শিলিগুড়ি মহকুমার বাগডোগরার কাছে জঙ্গল থেকে বেরিয়ে কেস্টপুরের চৌপুখরিয়ায় ঢুকে পড়ে একটি হাতি। সেখানে ধুমধাম করে চলছিল কালিপুজো। সে সময় হঠাৎই  হাতি দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ প্রাণ বাঁচাতে লাগায় ছুট, আবার কেউ লেন্সবন্দী করার জন্য পিছু নেয় হাতিটির।

স্থানীও সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত দশ’টা নাগাদ গ্রামের পার্শ্ববর্তী  জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি আচমকাই খাবারের খোঁজে ঢুকে পড়ে  বাগডোগরার কেস্টপুর গ্রামে। গ্রামেরই একটি বাড়িতে ঘটা করে বসেছিল কালীপূজার আসর। আলো ঝলমলে পরিবেশ দেখতে পেয়ে সেখানেই ঢুকে পড়ে হাতিটি। তারপর রাতভর কখনও স্থানীয় একটি বাড়ির কালীপূজার মন্ডপে, আবার কখনও পুরো গ্রাম দাপিয়ে বেড়াল হাতিটি। পরে বনদফতর ও এলাকাবাসীর তাড়া খেয়ে হাতিটি পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায়। এই ঘটনায় রাতভর কার্যত হাতির আতঙ্ক তাড়া করে বেড়াল কেস্টপুর এলাকার মানুষকে।

এর আগেও শিলিগুরির ভাক্তিনগর থানার শিবপুরে একটি দাঁতাল হাতি ঢুকে রাতভর কার্যত তান্ডব চালায়। পরে অবশ্য বনদফতর কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, কেন বার বার জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসছে লোকালয়ে? তবে কি বনদফতরের গাফিলতি ? প্রায় দিনই এইভাবে জঙ্গল থেকে বেরিয়ে খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে দাতাল। ভয়ে দিন কাটাচ্ছে এলাকাবাসিরা।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর