ইভিএম নিউজ ব্যুরো, ১৫ মার্চঃ বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার কারণে বন্ধ  করা  হল পড়ুয়াদের খাবার। বন্ধ হল মেসের রান্না। আর রান্না বন্ধ হতেই সকাল থেকে ওয়াচ এন্ড ওয়ার্ড বিভাগে তালা মেরে বিক্ষোভ দেখাতে শুরু করে রামকৃষ্ণ হল হোস্টেলের আবাসিক পড়ুয়ারা। আর ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে।  ফলে ছাত্র বিক্ষোভের পর , সমস্ত প্রশাসনিক কাজ বন্ধ হওয়ার মুখে বিশ্ববিদ্যালয়ের।

এই প্রসঙ্গে, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ফিনান্স অফিসার না থাকায় হোস্টেল পরিচালনার বরাদ্দ টাকা মেলেনি৷ ফলে সে কারণে মেসের রান্না বন্ধ করা হয়েছে।  আর তাই ছাত্র ও আবাসিকরা বিক্ষোভে ফেটে পরেছে।

সব থেকে বড় হোস্টেল হল রামকৃষ্ণ হল। শুধু মাত্র ওই হোস্টেল পরিচালনা করতে আড়াই থেকে তিন লক্ষ খরচ হয়। কিন্তু ফিনান্স অফিসার না থাকায় মেলেনি বরাদ্দের কোনও টাকা। যে কারণে এদিন সকাল থেকে ভাতের দাবিতে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে। থালার মধ্যে বালি পাথর রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। ওয়াচ এন্ড ওয়ার্ড অর্থাৎ নিরাপত্তা মূল বিভাগে তালা মেরে বিক্ষোভ চলে।  বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের চাবি থাকে ওই বিভাগে। পড়ুয়ারা বিভাগে তালা মেরে দেওয়ায় কোন বিভাগই আর খুলবে না বলে জানা গিয়েছে। বিষয়টি জানা মাত্রই বিক্ষোভরত  পড়ুয়াদের সঙ্গে কথা বলতে যান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত। তবে তাতে কোন লাভ হয়নি বলে জানা গিয়েছে।  বিক্ষোভে অনড় থাকে আবাসিকরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর