ইভিএম নিউজ ব্যুরো, ১৮ এপ্রিলঃ শিক্ষা ব্যবস্থা নিয়ে ডেপুটেশন প্রদান ভুতনি গোদাই চড় এলাকার বাসিন্দাদের।মানিকচক বিদ্যালয় চক্রের অফিসে চার দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।এদিনের ডেপুটেশনে সহায়তা করেন মানিকচক ব্লক এস এফ আই এবং ডি ওয়াই এফ্ আই নেতৃত্ব।মূলত,মালদার মানিকচক ব্লকের অন্তর্গত গোদাই চড় এলাকার ঘাড়ি উমেশ টোলা প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক আসেন না।শিক্ষক না আসার ফলে এলাকার শিশুরা পঠন পাঠন,মিড ডে মিলের খাবার এবং পোশাক থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ।এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বারংবার বিভিন্ন মহলে দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।শেষমেষ ডেপুটেশন প্রদান করেন গোদাই চড় এলাকার উমেশ টোলা এলাকার লোকজন। এদিন বিদ্যালয় পরিদর্শক না থাকাই অফিস কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ডেপুটেশন পএ। (EVM News)
