ব্যুরো নিউজ, ২৮ ডিসেম্বর: শাহের পাল্টা মমতা!  CAA নিয়ে কড়া বার্ত মুখ্যমন্ত্রীর

বালুহীন জেলা থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুর করলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি জেলাস্তরে তৃনমূল নেতৃত্বের বচসার আবহে উত্তর ২৪ পরগণা জেলায় পৌঁছলেন দলনেত্রী। 
জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর মমতার এই উত্তর ২৪ পরগনা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
বঙ্গ বিজেপির জয়জয়কার! দুবাইয়ে আটকে পড়া বাংলার ১৫ শ্রমিককে ফেরাল বিজেপি

উত্তর ২৪ পরগনা জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চাকলা মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নব নির্মিত মন্দিরের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। এদিন সেখান থেকে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন মমতা। চাকলায় দলীয় কর্মীসভাতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী তৃণমূলের জনপ্রতিনিধিদেরও আরও সক্রিয়তার সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। 

CAA নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সভা থেকে মমতা বলেন, 'নাগরিকত্ব নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আপনারা সবাই নাগরিক। নাগরিক না হলে রেশন পান কী করে! নাগরিক না হলে প্যান কার্ড থাকে কী করে।' 
সম্প্রতি কলকাতা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ নিয়ে বার্তা দিয়েছিলেন। জানিয়েছিলেন, 'সিএএ কার্যকর হবেই। কেউ বাধা দিতে পারবে না।' এরপরই CAA নিয়ে  মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর