ব্যুরো নিউজ, ১৮ সেপ্টেম্বর: শান্তিনিকেতন ও সুন্দরবনের ঐতিহ্যের মেলবন্ধন।

সুন্দরবনের মহিলারা নিজের হাতে তৈরি করছেন শান্তিনিকেতনী আদলের চামড়ার ব্যাগ। প্রায় ২০ জন মহিলা এই প্রশিক্ষণ নিচ্ছেন এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায়। মহিলাদের বিকল্প কর্মসংস্থানের উদ্দেশ্যে এই পদক্ষেপ জানালেন উদ্যোক্তারা।

প্রশাসন মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায় গত কয়েকমাস ধরে গোসাবা ব্লকের রাঙাবেলিয়ায় চলছে এই প্রশিক্ষণ। বোলপুর থেকে প্রশিক্ষকেরা এসে কাজ শেখাচ্ছেন। প্রাথমিক ভাবে সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই প্রকল্পে।

সুন্দরবনে সেঞ্চুরি করল রয়্যাল বেঙ্গল টাইগার

স্বেচ্ছাসেবী সংগঠনের এক আধিকারিক জানান, সুন্দরবনের মহিলারা অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ, কাঁকড়া ধরতে যান। এখানে চাষবাস ছাড়া সে ভাবে কোনও শিল্প নেই। ফলে, আর্থসামাজিক দিক থেকে অনেকটাই পিছিয়ে এখানকার মানুষ। তাঁদের বিকল্প পেশায় যুক্ত করতেই এই উদ্যোগ।

সংস্থার তরফে দাবি, এই কাজের সুযোগ পেয়ে খুশি এলাকার মহিলারা। শান্তিনিকেতন ও সুন্দরবনের ঐতিহ্যের মেলবন্ধনে এই নতুন ব্যাগ তৈরির শিল্পে যথেষ্টই আশাবাদী সকলে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর